কেএমপি’র কনস্টেবল ও নায়েকদের “দক্ষতা উন্নয়ন কোর্স” প্রশিক্ষণ ১৪ তম ব্যাচের শুভ উদ্বোধন

Uncategorized আইন ও আদালত খুলনা বিশেষ প্রতিবেদন সারাদেশ

মামুন মোল্লা (খুলনা) :  আজ শনিবার  ৭ অক্টোবর, সকাল ১০ টা ৫ মিনিটে  খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সের প্রশিক্ষণ ভেন্যুতে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সাতক্ষীরার আয়োজনে এক সপ্তাহ মেয়াদী কনস্টেবল ও নায়েকদের “দক্ষতা উন্নয়ন কোর্স” এর ১৪ তম ব্যাচের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ।খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র পুলিশ কমিশনার  মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা “দক্ষতা উন্নয়ন কোর্স” প্রশিক্ষণ ১৪ তম ব্যাচের শুভ উদ্বোধন ঘোষণা করেন।


বিজ্ঞাপন

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এর মধ্য দিয়ে শরৎ এর স্নিগ্ধ সকালে আয়োজিত এই “দক্ষতা উন্নয়ন কোর্স” প্রশিক্ষণ-১৪ তম ব্যাচের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে পুলিশ কমিশনার  উপস্থিত সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য প্রদান করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার  প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে শরীর ও মন সুস্থ রাখার জন্য পিটি প্যারেডের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা বাড়ানোর ব্যাপারে দিক নির্দেশনা প্রদান করেন। একইসাথে সরকারি দায়িত্ব পালনে করণীয় বর্জনীয় বিষয় সম্পর্কে আইনগত বিষয়সমূহে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।

উক্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (সদর)  মোহাম্মদ আনোয়ার হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (সোয়াট)  মোঃ মারুফাত হুসাইন, সহকারী পুলিশ কমিশনার (আরও)  মোঃ আজম খান, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু পিসি)  ইমদাদুল হক, সহকারী পুলিশ কমিশনার (ফোর্স)  খোন্দকার সাদ্দাদুল বাকী-সহ প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীবৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *