হযরত শাহজালাল (রহ.) বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করেলেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Uncategorized অর্থনীতি জাতীয় ঢাকা বানিজ্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন রাজধানী সারাদেশ

নিজস্ব প্রতিবেদক : আকাশ পথে খুলল সম্ভাবনার নতুন দুয়ার রাজধানী ঢাকার  হযরত শাহজালাল (রহ.) বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


বিজ্ঞাপন

আজ  শনিবার ৭ অক্টোবর, দুপুর ১২টায় তৃতীয় টার্মিনালের সফট ওপেনিং করেন তিনি। এর আগে সরকারি ও বেসরকারি ৪টি বিমান পার্কিং করা হয় টার্মিনালে। শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দরের তৃতীয় টার্মিনাল। মেগাসিটি ঢাকার বুকে যেন এক বিস্ময়কর সৃষ্টি।


বিজ্ঞাপন

এর মধ্য দিয়ে দেশের প্রথম কোনো বিমানবন্দরে আন্তর্জাতিক মানের সেবা মিলবে। দুই লাখ ত্রিশ হাজার বর্গমিটার পরিসরের এ টার্মিনাল অত্যাধুনিক সব ধরনের সেবায় স্বস্তিবোধ করবেন যাত্রীরা পরীক্ষা নিরীক্ষায় থাকছে অটোমেশন ব্যবস্থা।আধুনিক সরঞ্জাম, স্বয়ংক্রিয় সেবা ও চোখ আটকে থাকা নকশা এরইমধ্যে আকৃষ্ট করেছে বিশ্বের নামিদামি বিভিন্ন এয়ারলাইন্সকে।লক্ষ্য পূরণে বাড়বে যাত্রী সংখ্যাও। উন্নত সেবার বিপরীতে কয়েকগুণ আয় বৃদ্ধির কথা জানিয়েছে সিভিল এভিয়েশন।

নিরাপদ ও স্বাচ্ছন্দ্য যোগাযোগ ব্যবস্থা আস্থার যোগান দেবে বিদেশিদের। ভারী হবে বিনিয়োগের পাল্লাও- এমনটা মনে করেন অর্থনীতিবিদরা। এ স্থাপনাকে বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে নতুন সংযোজন বলে মনে করছেন বিশ্লেষকরা। তৃতীয় টার্মিনালটি বর্তমান দুটি টার্মিনালের দ্বিগুণের বেশি। ভবনটির আয়তন ২ লাখ ৩০ হাজার বর্গমিটার। এটির নকশা করেছেন স্থপতি রোহানি বাহারিন, যিনি বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালের নকশা করে বিশ্বে খ্যাতি কুড়িয়েছেন। (তথ্য সূত্র ও ছবি : ডিফেন্স রিসার্চ ফোরাম)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *