জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে আবার চালু হয়েছে দীর্ঘসময় বন্ধ থাকা এক্স-রে সেবা

Uncategorized জাতীয় ঢাকা বিজ্ঞান ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন রাজধানী স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক ঃ   জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে আবার চালু হয়েছে দীর্ঘসময় বন্ধ থাকা এক্স-রে সেবা। নতুন এক্সরে মেশিন বসানোর ফলে আগত রোগীরা হাসপাতালেই পরীক্ষা করাতে পারবেন। পাশাপাশি ক্যান্সার চিকিৎসার অন্যতম প্রধান অংশ -রেডিওথেরাপি লাইনাক মেশিন (L4) মেরামত করে পুনরায় রোগীদের সেবায় ব্যবহার চালু হয়েছে ।আরও সংযুক্ত হয়েছে – নতুন কোবাল্ট ৬০ ব্রাকিথেরাপি মেশিন, যেটি জরায়ু ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় ।


বিজ্ঞাপন

এক্স-রে মেশিনের এই নতুন সংযোজন, ভবিষ্যতে রোগীদের সেবা কার্যক্রম আরও বৃদ্ধি পাবে বলে মনে করেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট এবং হাসপাতাল পরিচালক অধ্যাপক ডা. এম নিজামুল হক ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *