অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলা জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ- এর ২য় বার্ষিক শানে রেসালাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ অক্টোবর) বিকালে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ- এর অভয়নগরের সভাপতি মুফতি সরওয়ার হুসাইনের সভাপতিত্বে এই বার্ষিক সম্মেলন ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনার মাধ্যমে সফলভাবে অনুষ্ঠিত হয়।
বিকাল থেকে যশোর ও নড়াইল জেলার বিভিন্ন এলাকা থেকে ইসলাম দরদী মানুষদের কে সম্মেলন মাঠে আসতে দেখা যায়। এ সময় একজন অপরজনের সাথে আলাপচারিতায় মুখরিত হয়ে ওঠে সম্মেলন স্থান।
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারন সম্পাদক মুফতি আজিমুদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নায়েবে আমিরুল মুজাহিদিন, শাইখুল হাদীস ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
এর আগে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মাওলানা মুশতাক আহমেদ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আল্লামা নুরুল হুদা ফয়েজী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সহ-সভাপতি মাওলানা আব্দুল আউয়াল, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় শুরা সদস্য মুফতি গোলামুর রহমান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের যশোর জেলার সভাপতি মাওলানা আব্দুল হালিম, সহ-সভাপতি মাওলানা নাজমুল হুদা প্রমূখ।
এই দ্বি-বার্ষিক সম্মেলনের আয়োজন করেছেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ও বাংলাদেশ মুজাহিদ কমিটি অভয়নগর উপজেলা শাখার নেতা-কর্মীরা। সম্মেলনে ইসলামিক আলোচনা শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Post Views: 256