নিজস্ব প্রতিনিধি : সাফল্যের ধারাবাহিকতায় শিল্প মন্ত্রণালয়ে বিএসটিআই প্রথম এবং বিএসটিআই’র ১১টি অফিসের মধ্যে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর ‘এপিএ’ তে প্রথম স্থানের গৌরব অর্জন করেছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ১২ টি সংস্থা/দপ্তরের মধ্যে ২০২২-২৩ এর মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) তে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ৯৯.৭৮ পেয়ে গত বছরের ধারাবাহিকতায় এবারও প্রথম স্থান লাভের গৌরব অর্জন করেছে।
আবার ২০২২-২৩ অর্থবছরে বিএসটিআই’র আওতাধীন ১১(এগারো) টি অফিসসমূহের মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি মূল্যায়নে শতকরা ৯৮.৮০ পেয়ে এপিএ তে পূর্বের ধারাবাহিকতায় বিএসটিআই প্রথম স্থান অর্জন করেছে।
রংপুর বিএসটিআই অফিসের প্রথম স্থান অর্জন সম্পর্কে রংপুর বিএসটিআই’র বিভাগীয় উপপরিচালক (মেট্রোলজি) ও অফিস প্রধান মফিজ উদ্দিন আহমাদ জানান, বিএসটিআই রংপুর বিভাগীয় অফিস জনস্বার্থে এই শ্রেষ্ঠত্বের সুনাম অক্ষুন্ন রাখতে সচেষ্ট থাকবে।
এজন্য তিনি সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে তাদের উপর অর্পিত দায়িত্ব ন্যায়-নিষ্ঠার সাথে সুচারুভাবে সুসম্পন্ন করতে অনুরোধ করেন। সেই সাথে অত্র বিভাগের সকল সরকারী ও বেসরকারী অফিস এবং স্টেকহোল্ডারসহ সাধারণ জনগণের আন্তরিক এবং প্রাতিষ্ঠানিক সহযোগীতা একান্তভাবে কামনা করেন।