পটুয়াখালী বাউফল বগা পোস্ট অফিসের পোস্ট মাস্টরের বিরুদ্ধে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগ
নিজস্ব প্রতিনিধি : পটুয়াখালী বাউফল বগা পোস্ট অফিসের পোস্ট মাস্টরের বিরুদ্ধে গ্রাহকের টাকা আত্মসাতের মতো গুরুতর এক অভিযোগ উঠেছে।
উক্ত অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয় হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। এনফোর্সমেন্ট টিম বগা পোস্ট অফিস, বাউফলে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে কয়েকজন গ্রাহকদের সাথে কথা বলেন।
তারা জানান, পোস্ট মাস্টার তাদেরসহ প্রায় ৭০ জনেক নিকট থেকে প্রায় আড়াই কোটি টাকার বেশি পাস বই/ হিসাব খুলার আশ্বাস দিয়ে কেবল সাদা কাগজে কখনো তার অনুস্বাক্ষর, সিল দিয়ে আত্মসাৎ করেছেন।
টিম ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল এর কার্যালয়, পটুয়াখালী থেকে ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল এর বক্তব্য গ্রহন করে ও রেকর্ড সংগ্রহ করে। টিম অভিযানকালে রেকর্ডপত্র বিশ্লেষণ করে অভিযোগের প্রাথমিক সত্যতা পায়।
ঠাকুরগাঁও জেলা কৃত্রিম প্রজনন অফিস ভবন নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান ও প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি’র অভিযোগ
নিজস্ব প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলা কৃত্রিম প্রজনন অফিস ভবন নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান ও প্রকৌশলীর বিরুদ্ধে পরস্পর যোগসাজশে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ও বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ এর মতো গুরুতর অভিযোগ উঠেছে।
উক্ত অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন,জেলা কার্যালয়, ঠাকুরগাঁও হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা কালে দুদক টিম ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও নিরপেক্ষ প্রকৌশলীর সহায়তায় নির্মিতব্য অফিস ভবনের নির্মাণ সামগ্রী স্পেসিফিকেশন অনুযায়ী যাচাই করে।
প্রাথমিক যাচাইয়ে টিম নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগের প্রাথমিক সত্যতা পায়। অভিযানকালে সংগৃহীত নির্মাণ সামগ্রীর ল্যাব পরীক্ষা শেষে প্রাপ্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে টিম দুর্নীতি দমন কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।