নিজস্ব প্রতিবেদক : গতকাল বৃহস্পতিবার ১২ অক্টোবর, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা রাজধানী সহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে ভেজাল ও নকল পণ্য, আমদানিকৃত পণ্য, শিশুখাদ্য, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ঔষধ, নিষিদ্ধ কসমেটিকস, রেস্টুরেন্ট তদারকিসহ স্যালাইন ও নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বাজার তদারকি অভিযান পরিচালনা করে ।
গতকাল রাজধানীতে অধিদপ্তরের ৩টি টিম বাজার অভিযান পরিচালনা করে।এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের সর্বমোট ৪১টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়।
গতকাল বৃহস্পতিবার ১২ অক্টোবর, সারাদেশে ৪৩টি টিম কর্তৃক ৪৮টি বাজারে বাজার অভিযানের মাধ্যমে ৭৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৪,২৮,৫০০ টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুখপাত্র ও উপপরিচালক (প্রশিক্ষণ ও প্রচার) আতিয়া সুলতানা আজকের দেশ ডটকম কে জানান জাতীয় ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোক্তা অধিকার রক্ষায় এ কার্যক্রম পরিচালনা অব্যাহত থাকবে।