মিরপুরে পিওএম পরিদর্শনে গিয়ে মেসে দুপুরের খাবার খেলেন ডিএমপি কমিশনার

Uncategorized জীবন-যাপন ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক  :  ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার) সবসময়ই ফোর্সের কল্যাণে এক নিবেদিত প্রাণ। সৃজনশীল আর ব্যতিক্রমী কর্মদ্যোগের মাধ্যমেই প্রতিনিয়ত তার দৃষ্টান্ত স্থাপন করছেন তিনি।


বিজ্ঞাপন

যার অংশ হিসেবে গতকাল শুক্রবার পুলিশ সদস্যদের খোঁজ-খবর নিতে মিরপুরে অবস্থিত পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পরিদর্শনে যান ডিএমপি কমিশনার। এসময় তিনি সেখানকার ব্যারাক, মেস ও রান্নাঘর পরিদর্শন করেন।


বিজ্ঞাপন

ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে পিওএম মেসেই দুপুরের খাবার খান ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার।

তিনি ফোর্সের খাবারের মান উন্নয়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন। এরআগেও তিনি রাজারবাগ পুলিশ লাইন্সে গিয়ে ফোর্সের রান্নাঘর ও মেসসমূহ সরেজমিনে পরিদর্শন করেছেন

এসময় ডিএমপি কমিশনার উপস্থিত পুলিশ সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের সমস্যার সমাধান নিয়ে কথা বলেন। আধুনিক, জনবান্ধব ও মানবিক পুলিশ ফোর্স গড়তে পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

ডিএমপি কমিশনার পুলিশ সদস্যদের কল্যাণে আন্তরিকতার সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) একেএম হাফিজ আক্তার বিপিএম-বার ছাড়াও উধ্বর্তন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *