ফিলিস্তিনের উপর ইসরাইলের হামলার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ 

Uncategorized আন্তর্জাতিক খুলনা জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  মঙ্গলবার  ১৭ অক্টোবর   সকাল ১০টায় গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনে  স্বাধীনতাকামী ফিলিস্তিনের মুসলমানদের উপর দখলদার ইসরায়েলের অমানবিক নির্যাতন ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গহরডাঙ্গা মাদ্রাসা শিক্ষা বোর্ডের ডাকে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

উক্ত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে সভাপতিত্ব করেন গহরডাঙ্গা মাদ্রাসা বোর্ডের মহাসচিব মাওলানা সামছুল হক।


বিজ্ঞাপন

গহরডাঙ্গা মাদ্রাসার মুহাদ্দিস মুফতী মাকসুদুল হকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মাওলানা আব্দুস সালাম সিনিয়র মুহাদ্দিস গওহরডাঙ্গা মাদ্রাসা, মাওলানা নুরুল হক মুহতামিম বাঁশবাড়িয়া মাদ্রাসা, মাওলানা আব্দুলাহ মুহাদ্দিস দারিয়ালা মাদ্রাসা, মাওলানা জিনাত আলী সেক্রেটারি জেনারেল খাদেমুল ইসলাম বাংলাদেশ, মাওলানা নাসিরুদ্দিন মুহতামিম সুলতানশাহী মাদ্রাসা, মাওলানা ফখরুল ইসলাম।

গোবারা নিলামাঠ মাদ্রাসা, মাওলানা হাফিজুর রহমান গোপালগঞ্জ কোর্ট মসজিদ মাদ্রাসা, মাওলানা হারুনর রশীদ গোবরা মাদ্রাসা, এছাড়া ও বক্তব্য রাখেন বিভিন্ন মাদ্রাসার মুহতামিম ও মুহাদ্দিসগণ।

বক্তারা তাদের বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ায় তাঁকে ধন্যবাদ জানান এবং আরো শক্তিশালী ভূমিকা গ্রহণ করার দাবী জানান।বক্তরা বিশ্বের সকল মুসলমানদের ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ার আহবান জানিয়ে অবিলম্বে ফিলিস্তিনকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার আহবান জানান।

ফিলিস্তিনে ইসরায়েলের গনহত্যা বন্ধে জাতি সংঘের হস্তক্ষেপ করার দাবি জানান। বিশ্বের সকল শান্তি প্রিয় মানুষ ও রাষ্ট্রসমূকে ফিলিস্তিনের পক্ষে অবস্থান গ্রহনের আহবান জানিয়েছেন আয়োজকরা।

উক্ত  মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে গোপালগঞ্জসহ আসপাশের জেলার মাদ্রাসা থেকে হাজার হাজার ছাত্র শিক্ষক যোগদান করেন।

এ সমাবেশের কারণে গোপালগঞ্জ বঙ্গবন্ধু সড়কে সাময়িক যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সমাবেশ  সকাল ১০ টায় শুরু হয়ে দুপুর ১ টায় শেষ হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *