ইন্টারন্যাশনাল পুলিশ সামিট সিউল ২০২৩-এ বাংলাদেশের অংশগ্রহণ

Uncategorized আইন ও আদালত জাতীয় বিশেষ প্রতিবেদন

নিজস্ব প্রতিনিধি  : দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে সম্প্রতি  ইন্টারন্যাশনাল পুলিশ সামিট সিউল ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশসহ মোট ৩৫টি দেশের পুলিশ প্রধান/উপ-প্রধানরা অংশগ্রহণ করেন। সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ, বিপিএম।


বিজ্ঞাপন

দক্ষিণ কোরিয়া ন্যাশনাল পুলিশ প্রধান কমিশনার জেনারেল উন হি-কুন এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট উন স্যুক ইউল।


বিজ্ঞাপন

এবারের সম্মেলনের প্রতিপাদ্য বিষয় ছিল, Policing in the hyper-uncertainty edge: Proactive response toward future threats.

সম্মেলনে বিজ্ঞান ও প্রযুক্তির সমন্বয়ে ঘটিয়ে আন্তর্জাতিক সংহতি এবং সহযোগিতার মাধ্যমে বৈশ্বিক প্রেক্ষাপটে সমসাময়িক কালে চ্যালেঞ্জ সমূহ যেমন- সাইবার ক্রাইম, অর্গানাইজড ক্রাইম, মানি লন্ডারিং, ক্লাইমেট চেঞ্জ, টেরোরিজম প্রভৃতি অপরাধ দমনের কৌশল উপস্থাপিত হয়।

সম্মেলনে বিভিন্ন দেশের পুলিশ প্রধান/উপ-প্রধান ছাড়াও আরো উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ার মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, জাতিসংঘের সাবেক মহাসচিব বান-কি মুন, কূটনীতিকবৃন্দ, ইন্টারপোলের প্রেসিডেন্ট ও জাতিসংঘ শান্তিরক্ষী পুলিশ ডিভিশনের প্রধান পুলিশ অ্যাডভাইজার। সম্মেলন চলাকালীন ইন্টারপোলসহ বিভিন্ন দেশের পুলিশ প্রধান/উপ-প্রধানদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের প্রতিনিধির সঙ্গে ইন্টারপোল এবং কোরিয়ান পুলিশের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। ইন্টারপোলের সাথে আঞ্চলিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হিসেবে বাংলাদেশের সুযোগ ও সম্ভাবনা নিয়ে ফলপ্রসু আলোচনা হয়। এছাড়াও কোরিয়ান পুলিশের সাথে সাইবার ক্রাইম, বিজ্ঞান ভিত্তিক তদন্ত প্রভৃতি ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধির সহযোগিতা সংক্রান্তে আলোচনা হয় এবং ইতিবাচক সাড়া পাওয়া যায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *