খুলনায়  বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা পূজা উৎসব-২০২৩

Uncategorized খুলনা জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

মামুন মোল্লা (খুলনা) :  গতকাল মঙ্গলবার ২৪ অক্টোবর,  বিজয়া দশমীর গোধুলীলগ্নে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পূজা-২০২৩।


বিজ্ঞাপন

প্রতিবছর শরতের এই শুক্ল পক্ষকে দেবী পক্ষ বলা হয়, সেই দেবী পক্ষে দেবী দুর্গা কৈলাশ সরোবর থেকে তাঁর দুই কন্যা লক্ষ্মী, স্মরস্বতী এবং পুত্র গণেশ, কার্তিককে নিয়ে ধরাধামে আসেন এবং মর্তের সন্তানদের বর দিয়ে আবার বিসর্জনের মাধ্যমে বিজয়া দশমীতে স্বর্গে ফিরে যান, যাতে করে সারা বছর সন্তানগণ সুখে শান্তিতে থাকে এবং আগামী এক বছর পৃথিবী ফল ফসলে পল্লবিত হয়।


বিজ্ঞাপন

সনাতন ধর্মাবলম্বীরা ভক্তি শ্রদ্ধা এবং আরাধনার মধ্য দিয়ে এসময় দেবী দুর্গার নিকট মাঙ্গলিক বিষয় প্রার্থনা করেন।

শারদীয় দুর্গা পূজায় ষষ্ঠীতে বেল পাতার পূজা দিয়ে দেবী প্রতিষ্ঠার মাধ্যমে মহা সপ্তমীর সকালে ১৬টি উপাদান দিয়ে দেবীর অচর্ণা করা।

এরপর অষ্টমী, নবমীতে দেবীর অর্চনা শেষে বিজয়া দশমীতে মহামায়া দুর্গা অশুভ শক্তিকে প্রতিহত করে শুভ শক্তি প্রতিষ্ঠার মাধ্যমে মর্ত হতে বিদায় নেন।

এবারের শারদীয় দুর্গা পূজা-২০২৩ এ খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র  পক্ষ থেকে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পাশাপাশি কেএমপি’র পুলিশ কমিশনার  মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা, নানা মুখী উদ্যোগ গ্রহণ করেন। শান্তিপূর্ণভাবে উৎসব মুখর পরিবেশে পূজা উদযাপন শেষে দশমীতে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশ  কেএমপি’র কমিশনার এর  সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় খুলনা মহানগরীতে সর্বমোট ১২৭ টি পূজা মন্ডপে এবারের শারদীয় দুর্গা উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে।

অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকলে মিলে উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব পালন করায় কেএমপি কমিশনার  সকল পুলিশ সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *