ছবিতে পুরস্কার বিতরণ কালে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাস্ট্রদূত মানসুর চারূসী, রাশিয়ান দূতাবাসের মিনিস্টার কাউন্সিলর ইকাটরিনা এ সেমিনোভা এবং বাংলাদেশ আওয়ামী লীগ অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য স্কোয়াড্রন লীডার (অবঃ) সাদরুল আহমেদ খান ।
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানী ক্লাবে বঙ্গবন্ধু ঢাকা বিভাগীয় ইথনোস্পোর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, গত বৃহস্পতিবার ২৬ অক্টোবর রাজধানী ঢাকার বনানী ক্লাবে, বঙ্গবন্ধু ঢাকা বিভাগীয় ইথনোস্পোর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় টোগুজ কোরগুল ও টোগিজকুমালাক এবং ম্যাস-রেসলিং খেলা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাস্ট্রদূত মানসুর চারূসী, রাশিয়ান দূতাবাসের মিনিস্টার কাউন্সিলর ইকাটরিনা এ সেমিনোভা, বাংলাদেশ আওয়ামী লীগ অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য স্কোয়াড্রন লীডার (অবঃ) সাদরুল আহমেদ খান প্রমুখ।
স্কোয়াড্রন লীডার (অবঃ) সাদরুল জানান ইথনোস্পোর্টস প্রাচীন ঐতিহ্য ধারণ করে, যথাযথ পৃস্টপোষকতা পেলে এটি খেলাধুলার পাশাপাশি সংস্কৃতি ও পর্যটন বিকাশে ভূমিকা রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন ইথনোস্পোর্ট বাংলাদেশ অ্যাসোসিয়েশনের উপদেস্টা সাবেক রাস্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম, ইথনোস্পোর্টস বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আল মামুন, যুগ্ম সম্পাদক আসমা খাতুন, নির্বাহী সদস্য ডেপুটি কমিশনার জিয়াউর রহমান প্রমুখ।