শিষ্টাচার…………………

Uncategorized জীবন-যাপন ঢাকা রাজধানী সাহিত্য

সৃষ্টিশীল চিন্তাভাবনা ও সুন্দর মনের অধিকারী লেখিকা ফেরদৌসী রুবি।


বিজ্ঞাপন

 

ফেরদৌসী রুবী :  প্রত্যেকের জন্য একটি নিরাপদ এবং সহায়ক পরিবেশ তৈরি করার জন্য, শিষ্টাচার বা অন্যদের প্রতি ভালো আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আমাদের এই শিষ্টাচার হাজারো মানুষের ভিড়ের মধ্যেও মানুষের হৃদয় জয় করতে এবং আমাদেরকে একটি অনন্য ব্যক্তিত্ব দিতে সাহায্য করে।

একজন সম্পদধারী ব্যক্তি সে তার জন্য আশীর্বাদ, যদি সে জানে কিভাবে অন্যের সাথে আচরণ করতে হয়, অন্যথা সে তার জন্য অভিশাপ। আর এই আচরণের একটি মাফকাঠি হলো সে ব্যক্তি তাদের সাথে কেমন আচরণ করেন তার উপর, যাদের আমরা গরীব বলে থাকি।

শিষ্টাচার হলো অন্যদের অনুভূতির প্রতি সচেতনতা। আর এটি অনুশীলন এবং প্রয়োগের জন্য আমাদের যা প্রয়োজন তা হলো সংবেদনশীল বুদ্ধিমত্তা।

অতএব আপনার সংবেদনশীল আচরণ কিংবা অন্যের প্রতি সম্মান, আবেগ দেখিয়ে সম্প্রদায়ে উদাহরণ স্থাপন করতে পারেন। কেননা আমাদের ভালো আচরণ আমাদের আদর্শ চরিত্রের শক্তি প্রদর্শন করে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *