মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইল জেলা শ্রমিকদলের সভাপতি সাইদুজ্জামান আমলসহ বিএনপি’র ১৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়,সোমবার রাতে জেলা শ্রমিকদলের সভাপতি আমলকে তার নিজ বাড়ি জেলার লোহাগড়া উপজেলার নলদী থেকে গ্রেপ্তার করা হয়। একইরাতে সদর উপজেলা’র নাকশী বাজার এলাকা থেকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় সাতজনকে এবং পরে অভিযান চালিয়ে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে লোহাগড়া উপজেলার কালনায় আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়াও কালিয়া পৌরসভা থেকে নাশকতা মামলায় এজহার নামীয় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত অন্য’রা হলেন,সদর উপজেলার বিছালীর জিয়ার রহমান (৩৪),মির্জাপুরের শেখ হাসিবুর রহমান (৪০),হাদিউজ্জমান ভুট্টো (৪১),বিল্লাল হোসেন (৩০) ইয়াদুল ইসলাম (২৭) সেলিম মোল্যা (৪৪),দক্ষিণ নড়াইলের টিপু মোল্যা (৫১),আউড়িয়ার বাশার মণ্ডল (৪৩) ও আতিয়ার শেখ (৫০),শেখহাটির বোরহান খান (৪২) ও মোস্তাফিজুর রহমান (৩১),লোহাগড়া উপজেলার কচুয়াবাড়ির ইব্রাহিম মোল্যা (২৭) এবং কালিয়ার আলম মাসুম (৪০)। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) তারেক আল মেহেদি জানান,নাশকতার খবরে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানে হয়েছে।