ফেরদৌসী রুবি একজন জ্ঞ্যানী ও গুনী লেখিকা।
ফেরদৌসী রুবী : আশ্চর্য হলেও সত্য যে, আমরা বাহ্যিক চেহারার উপর ভিত্তি করে অন্যের সম্পর্কে দ্রুত বিচার করি,যা একেবারেই ঠিক নয়।বইয়ের প্রচ্ছদ দেখে বলা যায় না তার ভিতরে কি লিখা আছে।
তাই কখনো একজন ব্যক্তিকে তার চেহারায় বা পোশাকের উপর ভিত্তি করে তার বিচার করা উচিত নয়, বরং তা না করে তাদের উচ্চাকাঙ্খা, স্বপ্ন এবং হৃদয়ের ভিতরে দেখার চেষ্টা করুন।
প্রত্যেকেরই বেদনা এবং দুঃখের অকথ্য গল্প রয়েছে যা তারা লালন করে এবং এর মধ্যে কেউ কেউ হয়ত আপনার থেকে একটু ভিন্ন ধরণের জীবন যাপন করে।তবে প্রত্যেকেই তার নিজস্ব উপায়ে প্রতিভাবান।
অতএব বিচার না করে বরং হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করুন, চোখে দেখা যায় না এমন কিছু হয়ত তার মধ্যে রয়েছে যা জেনে আপনি অবাক হতে পারেন।
কেননা একটি দরিদ্র আবরণেও ঢাকা থাকতে পারে একটি ধনী হৃদয়।