নিজস্ব প্রতিবেদক : ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম আজ বুধবার, ১ নভেম্বর, সকালে গত ২৮ অক্টোবর বিএনপি নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত পুলিশ সদস্যদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান।
তিনি তাদের শয্যাপাশে অবস্থান করে কর্তব্যরত চিকিৎসকদের কাছে থেকে চিকিৎসার খোঁজখবর নেন।
![](https://ajkerdesh.com/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-31-at-21.07.07_c7f123fd.jpg)
আহত পুলিশ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দেয়া হচ্ছে বলে চিকিৎসকরা আইজিপি মহোদয়কে অবহিত করেন।
আন্তরিকতার সাথে চিকিৎসা সেবা দেয়ার জন্য তিনি চিকিৎসকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
আইজিপি একই দিনে বিএনপি নেতাকর্মীদের হাতে আহত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আনসার সদস্যেরও চিকিৎসার খোঁজখবর নেন।
এ সময় অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহম্মদ তারিক বিপিএম, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম-বার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমান, ডিআইজি (ফাইন্যান্স) এস এম মোস্তাক আহমেদ খানসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।