বাগেরহাটের শরণখোলায় জাতীয় যুব দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

Uncategorized খুলনা জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

জাতীয় যুব দিবসের আলোচনা সভায় বক্তারা।


বিজ্ঞাপন

নইন আবু নাঈম তালুকদার (বাগেরহাট)  :  বাগেরহাটের শরণখোলায় জাতীয় যুব দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে র‍্যালী, আলোচনা সভা, ঋণের চেক, সনদপত্র বিতরণ ও কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য ‍র‍্যালীর মাধ্যমে দিবসের শুভ উদ্বোধন করা হয়।


বিজ্ঞাপন

উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সামনে থেকে র‌্যালী বেরিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমের সম্মুখে গিয়ে শেষ হয়। পরে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা স্বপন কুমার সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা,সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন,কৃষি কর্মকর্তা দেবদ্রত সরকার,বিআরডিবির চেয়ারম্যান মোঃ জিয়াউল হাচান তেনজিন।


বিজ্ঞাপন

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য এম সাইফুল ইসলাম খোকন, সমাজ সেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল-ফয়সাল,সমবায় কর্মকর্তা আব্দুল হালিমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন,জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও যুব অধিদপ্তরের উপকারভোগী সদস্যগন।

সর্বশেষে শ্রেষ্ঠ সংগঠক, সফল যুবক ও যুব মহিলাদের মাঝে সনদপত্র প্রদান এবং ১১ জন যুব ও যুব নারীদের মাঝে ৫ লক্ষ ২০ হাজার টাকার বঙ্গবন্ধু জাতীয় যুব ঋণের চেক প্রদান করা হয়।

পরে ভোক্তা অধিকার আইন ২০০৯ অবহিতকরন ও বাস্তবায়ন বিষয়ক এক সেমিনার উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *