কক্সবাজারে যাত্রীবাহী বাস তল্লাশি করে ৪.৩৯৮ কেজি হেরোইন জব্দ করলো বিজিবি

Uncategorized অপরাধ আইন ও আদালত চট্টগ্রাম বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি  :  বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে বিজিবি’র অভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবি কক্সবাজারে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪.৩৯৮ কেজি হেরোইন জব্দ করেছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

জানা গেছে আজ ৩ নভেম্বর,  সকালে বর্ডার গার্ড বাংলাদেশ  বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে করে হেরোইনের একটি চালান কক্সবাজারে প্রবেশ করবে।


বিজ্ঞাপন

এরপ্রেক্ষিতে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়কের দিকনির্দেশনায় ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিকদল কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার নামক স্থানে মহাসড়কের ওপর অবস্থান গ্রহণ করে।

আনুমানিক সকাল ৮ টা ৫০ মিনিটের সময়  কুষ্টিয়া হতে কক্সবাজারগামী যাত্রীবাহী বাসটি বাংলাবাজারে আসলে তা তল্লাশির জন্য থামানো হয়। পরবর্তীতে বাসটি তল্লাশি করে মালিকবিহীন একটি ব্যাগ থেকে করে ৪.৩৯৮ কেজি হেরোইন জব্দ করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *