অসত্য সংবাদ অপসারণের দাবি

Uncategorized আইন ও আদালত ঢাকা রাজধানী রাজনীতি সারাদেশ

কয়েকটি গণমাধ্যমের একটি সংবাদ দেখে আমরা বিস্মিত হয়েছি। গেলো ২ নভেম্বর ২০২৩ তারিখের ঐ সংবাদে বলা হয়েছে, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক এর সাথে বৈঠক শেষে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন “জাতীয় পার্টি নির্বাচনে যাবে”। প্রকৃত পক্ষে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমন কোন কথা বলেননি।


বিজ্ঞাপন

সংবাদ পরিবেশনে জাতীয় পার্টি চেয়ারম্যান এর উপদেষ্টা ও বিশেষ দূত মাসরুর মওলা’র উদ্ধৃতি দেয়া হয়েছে। চেয়ারম্যান এর উপদেষ্টা মাসরুর মওলা গণমাধ্যম কর্মীদের সাথেও এমন কথা বলেনি। অন্যদিকে, জাতীয় পার্টির পক্ষ থেকে এমন কোন বিবৃতি বা প্রেস বিজ্ঞপ্তি দেয়া হয়নি।

এমন বাস্তবতায় আমাদের বোধগম্য হচ্ছে-না স্পর্শকাতর, ভুয়া ও মনগড়া সংবাদটি ছড়িয়ে পড়লো কিভাবে। আমরা এমন উদ্দেশ্য প্রনোদিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে অনলাইন ভার্সন থেকে মিথ্যা সংবাদটি অপসারণ করতে অনুরোধ জানাচ্ছি।

(খন্দকার দেলোয়ার জালালী, জাতীয় পার্টি চেয়ারম্যান এর প্রেস সেক্রেটারি – ০২।)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *