সিআইডি প্রধান কর্তৃক পুলিশ সুপার থেকে অতিরিক্ত উপ-পুলিশ মাহাপরিদর্শক পদে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের কিছু দৃশ্য।
নিজস্ব প্রতিবেদক : গত মঙ্গলবার ৭ নভেম্বর, পুলিশ সুপার থেকে অতিরিক্ত উপ-পুলিশ মাহাপরিদর্শক পদে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তা গণকে সংবর্ধনা প্রদান করেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া বিপিএম, পিপিএম।
পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা যথাক্রমে, মুহাম্মদ বাছির উদ্দিন, (ফাইন্যানসিয়াল ক্রাইম), মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, (এলআইসি), মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা,(চট্রগ্রাম মেট্রো), মোঃ বেলায়েত হোসেন, (টাঙ্গাইল), মোঃ জাহিদুল ইসলাম, বিপিএম- সেবা,(চাঁপাইনবাবগঞ্জ), মুহাম্মদ তৌহিদুল ইসলাম, পিপিএম- সেবা, (সাইবার ইনভেস্টিগেশন এন্ড অপারেশন), শম্পা ইয়াসমীন, (খুলনা), খন্দকার শামিমা ইয়াছমিন,(লজিস্টিকস), ফাতিহা ইয়াসমিন, (সিআইএইউ), মুহাম্মদ রেজাউল মাসুদ, (সাইবার ইন্টেলিজেন্স এন্ড রিস্ক ম্যানেজমেন্ট), মাফুজা বেগম, (নরসিংদী), মোসাঃ সিদ্দিকা বেগম, (ডিটিএস), সুজ্ঞান চাকমা, (সিলেট মেট্রো ও জেলা) এবং মোহাম্মদ জাকির হোসেন, (কুমিল্লা)।
উক্ত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ মাইনুল হাসান, পিপিএম এনডিসি, ডিআইজি (এইচআর এম ও ঢাকামেট্রো), কুসুম দেওয়ান, ডিআইজি (অর্গানাইজড ক্রাইম), মোঃ হাবিবুর রহমান, বিপিএম, ডিআইজি (চট্রগ্রাম ও সিলেট), শেখ নাজমুল আলম, বিপিএম (বার), পিপিএম(বার), ডিআইজি (খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর), মোঃ ইমাম হোসেন, বিপিএম ডিআইজি (ঢাকা ও ময়মনসিংহ), শ্যামল কুমার নাথ, ডিআইজি সহ সিআইডির অন্যান্য কর্মকর্তাগণ।
এ সময় সিআইডি প্রধান পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের ফুলেল সুভেচ্ছা প্রদান করেন এবং তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।