কেএমপি’র মাদক বিরোধী অভিযানে গ্রেফতার কৃত মাদক ব্যাবসায়ী ও উদ্ধার করা মাদক দ্রব্যের চিত্র।
মামুন মোল্লা (খুলনা) : খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ১৬৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৯৬ লিটার মদ, ৪০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রয়লব্ধ ৮৪০ টাকাসহ ৭ জন মাদক ব্যাবসায়ী কে গ্রেফতার করা হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, গত ২৪ ঘন্টাব্যাপী খুলনা মহানগর পুলিশ মাদক বিরোধী বিশেষ এক অভিযান পরিচালনা করে, উক্ত মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে বিভিন্ন প্রকার মাদক দ্রব্য সহ ৭ জন মাদক ব্যাবসায়ী কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার কৃত মাদক ব্যাবসায়ীদের নাম ও ঠিকানা যথাক্রমে, মোঃ শুভ শেখ (২৮), পিতা-মোঃ শাহজাহান, পিতা-সেলিম হোসেন, সাং-ওয়ার্ড নং-২৭ ইসলামপুর ক্রস রোড, থানা-খুলনা, আল আমিন@বুলু (৩৫), পিতা-মৃত: তোতা মিয়া, সাং-শেখপাড়া বাজার, থানা-সোনাডাঙ্গা মডেল থানা খুলনা, মোঃ মোরাদ মিয়া (২৮), পিতা-মকবুল হোসেন, সাং-৫নং মাছঘাট, থানা-খুলনা, মোঃ জুয়েল (৩০), পিতা-মোঃ শুকুর হাওলাদার, সাং-৫নং মাছঘাট, থানা-খুলনা, মোঃ সজিব (২২), পিতা-আনিছুর রহমান@বুদু , সাং-নয়াবাটি রোড নং-২৪, থানা- খালিশপুর, মোঃ নিজাম শেখ (২০), পিতা-মোঃ রেজাউল শেখ, সাং-পাবলা মোল্যার মোড়, থানা-দৌলতপুর এবং মোঃ সজল শেখ (২৩), পিতা-মমিন শেখ, সাং-দারোগার ভিটা, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা।
উল্লেখিত মাদক ব্যাবসায়ীদের কাছ থেকে ১৬৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৯৬ লিটার মদ, ৪০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রি’র ৮৪০ টাকা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪ টি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।