লে: কর্নেল (অব) ফারুক খান এমপি চীনের কুনমিং শহরে  “বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ” শীর্ষক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন 

Uncategorized আন্তর্জাতিক জাতীয় জীবন-যাপন বানিজ্য বিশেষ প্রতিবেদন রাজনীতি

স্ক্যাড্রন লিডার সাদরুল আহমেদ খান   :  বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য  লে: কর্নেল (অব) ফারুক খান এমপি চীনের কুনমিং শহরে চাইনিজ কমিউনিস্ট পার্টির আমন্ত্রনে “বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ” শীর্ষক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।


বিজ্ঞাপন

এই সম্মেলনের সাইড ইভেন্ট হিসেবে তিনি কুনমিং শহরে অবস্থিত বিশ্বের বৃহত্তম ফুলের বাজার Jingxing Flowers and Birds Market পরিদর্শন করেছেন।

সেখানে রোজ, লিলি, ড্যাফোডিল সহ বিভিন্ন জাতের ফুল, , বিভিন্ন ধরনের বাল্ব/কাটিংঅর্কিড ও ক্যাকটাসের বিশাল সমাহার রয়েছে ।

এগুলো সারা বছর চাষ হয় এবং সারা বিশ্বে রপ্তানি করা হয়। কুনমিং ফ্লাওয়ার ইঞ্জিনি

য়ারিংয়েও সেরাদের আসনে। প্রতিনিধি দলের জন্য ছিল একটি আশ্চর্যজনক ও স্মরণীয় দিনগুলির একটি ।

পরিদর্শন শেষে আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম মেম্বার পরিদর্শন বইতে সাক্ষর করেন এবং টেকসই পরিবেশবিদ্যা, জ্ঞান ও প্রযুক্তি বিনিময় এবং দুই দেশের মধ্যে ন্যায়সঙ্গত ব্যবসা-বাণিজ্যের জন্য দূরদর্শী উদ্যোগের প্রস্তাব দেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *