বিএসটিআই এর সিলেট বিভাগীয় অফিসের বাজার মনিটরিং ও সার্ভিল্যান্স অভিযান পরিচালনার দৃশ্য।
নিজস্ব প্রতিবেদক : ওজন ও পরিমাপ সংক্রান্ত বিষয়ে গতকাল মঙ্গলবার ১৪ নভেম্বর, বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর সিলেট বিভাগীয় অফিসের কর্মকর্তারা সিলেট মহানগরের শেখঘাট এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের ওজনযন্ত্র যাচাই পূর্বক ভেরিফিকেশন সনদ প্রদান করে । ভেরিফিকেশন কার্যক্রম শেষে উক্ত এলাকায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়।
উক্ত সার্ভিল্যান্স অভিযানে চাউলের আড়তের ওজনযন্ত্র যাচাই করে সঠিক পাওয়া যায় এবং মোড়কজাতকৃত চাউল পণ্যের মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহনের পরামর্শ প্রদান করা হয়।
উক্ত বাজার তদারকি ও সার্ভিল্যান্স অভিযান পরিচালনা কালে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর সিলেট বিভাগীয় অফিসের কর্মকর্তা মোঃ মাসুদ রানা, সহকারী পরিচালক (মেট্রোলজি) এবং সুমন সাহা, সহকারী পরিচালক (মেট্রোলজি) অংশগ্রহন করেন।