মুন্সীগঞ্জের  শ্রীনগর থানা পুলিশ কর্তৃক “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত 

Uncategorized আইন ও আদালত ঢাকা বিশেষ প্রতিবেদন সারাদেশ

 

নিজস্ব প্রতিনিধি  :  “পুলিশ জনতা ঐক্য গড়ি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে পুলিশি সেবা জনগনের দৌরগড়ায় পৌঁছে দিতে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানা কর্তৃক “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

গতকাল মঙ্গলবার ২১ নভেম্বর, সকালে শ্রীনগর থানা কম্পাউন্ড মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মোহাম্মদ বদিউজ্জামান।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল তায়াবীর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল)  তোফায়েল আহম্মেদ সরকার ও কমিউনিটি পুলিশিংয়ের সদস্য বৃন্দরা।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পুলিশ জনগনের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহন করুন। পুলিশ জনগনের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে। তিনি আরও বলেন, মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যে কোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *