আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী স্কোয়াড্রন লীডার (অব:) সাদরুল আহমেদ খান এর প্রচারণার নতুন কৌশল  ডিজিটাল মাইকিং 

Uncategorized বিজ্ঞান ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন রাজনীতি সারাদেশ সিলেট

নিজস্ব প্রতিনিধি  :  আগামী ৭ জানুয়ারী ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী স্কোয়াড্রন লীডার (অব:) সাদরুল আহমেদ খান। গত ৪ নভেম্বর থেকে তার প্রচারণা চলছে প্রজেক্টেরর মাধ্যমে বড় পর্দায় এটা প্রচার প্রচারনার নতুন মাত্রা যোগ করেছে।


বিজ্ঞাপন

নির্বাচন আসলে সিএনজি বা রিকশায় মাইক লাগিয়ে প্রচারণা করা প্রচলিত ধারণা। এই বিষয়টিকেই মাথায় রেখে নিজ ভিডিও বার্তা প্রচার করে জনমত তৈরীর নিমিত্তে প্রযুক্তির সাহায্যে অভিনব প্রচারণা শুরু করেছেন সাদরুল, অন্যভাবে বলা যায় এটি ডিজিটাল মাইকিং। হাট বাজার রাস্তার মোড়ে বা উঠানে যেখানেই জন সমাগম সেখানেই চলছে এই ভ্রাম্যমান প্রদর্শনী।


বিজ্ঞাপন

সাদরুল জানান, মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন তৃণমূল মানুষগণই আওয়ামী লীগের প্রাণ। তাই প্রান্তিক মানুষের কাছে সালাম পৌছে দোয়া কামনার এই মাধ্যমকে আমরা বেছে নিয়েছি। প্রধানমন্ত্রীর দেয়া ডিজিটাল বাংলাদেশের সুফল কাজে লাগাচ্ছি নিজ ক্যাম্পেইনে।

৫ মিনিটের ভিডিও চিত্রটি ইতিমধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইন প্রচারণা চলছে, অফ লাইনেও বড় পর্দায় প্রজেক্টরের মাধ্যমে কুলাউড়া উপজেলার বিভিন্ন হাট বাজারে প্রদর্শনী করা হচ্ছে, ৪ নভেম্বর কুলাউড়া পৌরসভার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও রেলওয়ে জংশন ক্লাব মাঠে।

৬ নভেম্বর জয়চন্ডী ইউনিয়নের ঘাগটিয়া, নোয়াখালী পাড়া, ৭ নং মার্কেট ও সদর ইউনিয়নের গাজিপুর চা বাগানের ভৈরবতলী বাজারে। ৭ নভেম্বর কুলাউড়া সদর ইউনিয়নের জনতা বাজার ও কর্মধা ইউনিয়নের কালোটি বাশলাইন, রাঙ্গিছড়া বাজার।

৮ নভেম্বর কুলাউড়া সদর ইউনিয়নের মাস্টারের দোকান, গাজীপুর চা বাগান, দানাপুর, জয়চন্ডী ইউনিয়নের বিজয়া চা বাগান।৯ নভেম্বর ভাটেরার মাদ্রাসা বাজার, বেরকুড়ি,পুরাতন বাজার, স্টেশন বাজার

১০ নভেম্বর ব্রাহ্মণ বাজার ইউনিয়নের সরাকারি পাড়, শ্রীপুর বাজার, বরমচাল ইউনিয়নের শাহকালা সিঙ্গুর ও নন্দনগর ১২ নভেম্বর জয়চন্ডী ইউনিয়নের পুরসাই, মীরসংকর, ভূকশিমইল ইউনিয়নের ঘাটের বাজার

১৫ নভেম্বর শরীফপুর ইউনিয়নের তিলকপুর, মরিচুলি, হায়দরগঞ্জ, চাতলাপুর, আমতইল, নসিরগঞ্জ বাজার১৬ নভেম্বর হাজিপুর ইউনিয়নের সিরিষতলা বাজার, সরিফতলা বাজার,পাবই রেল গেইট,কটারকোনা বাজার।

১৮ নভেম্বর টিলাগাও ইউনিয়নের বাংলাবাজার, নয়া বাজার,ইউনিয়ন পরিষদ,বেজাবন মোকামবাজার, লংলা চাবাগান। ১৯ নভেম্বর পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার, কানাইটিকর,দিঘীর পার,রাজানগর, হাসিমপুর বাজার।

২০ নভেম্বর রাউৎগাও ইউনিয়নের পীরের বাজার,তুতবাড়ী বাজার,হায়দারগঞ্জ বাজার। ২১ নভেম্বর ভূকশিমইল ইউনিয়নের নবাবগঞ্জবাজার, রসুলগঞ্জবাজার,পালের মোড়,জাবদা বাজার। কাদিপুর ইউনিয়নের ছকাপন বাজার, মনসুর সাইনবোর্ড।

২২ নভেম্বর কাদিপুর ইউনিয়নের ঢুলিপাড়া বাজার, চুন ঘর বাজার। ব্রাক্ষণ বাজার ইউনিয়নের ব্রাহ্মণ বাজার ও ছকাপন বাজার। ২৩ নভেম্বর কুলাউড়া পৌরসভা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *