নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির বিএম এসএস এর যশোর জেলা কমিটির এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে মুড়লীস্থ যশোর জেলা কার্যলয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিএমএসএস যশোর জেলা কমিটির সিনিয়র সহ- সভাপতি আমীর আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএমএসএস এর যশোর জেলার কমিটির সভাপতি নাসিম রেজা।
উক্ত আলোচনা সভা উপস্থিত ছিলেন, সহ – সভাপতি এম ওয়াজেদ আলী, সহ – সভাপতি এস কে আমিনুর রহমান, সাধারণ সম্পাদক রিফাত আরেফিন, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ আকবর সেতু, নাসির উদ্দীন নয়ন, সহ সম্পাদক শেখ ইশতিয়াক আশিক রবিন, দপ্তর সম্পাদক মাকবুল হুসাইন সুলতান, সামাউল ইসলাম ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান, কার্যকরী সদস্য জয়ন্ত রায় প্রমুখ।
বিএমএসএস এর যশোর জেলা কমিটির সভাপতির বক্তব্যে নাসিম রেজা বলেন যশোর কমিটির সাংবাদিক ও কমিটির নেতৃবৃন্দের এবং সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যবস্থা, শীত বস্ত্র বিতরণ, অসচ্ছল সাংবাদিকদের চিকিৎসা ব্যবস্থা, অসচ্ছল সাংবাদিকদের সন্তানদের শিক্ষার আর্থিক সহযোগিতা করবেন বলে সিদ্ধান্তত নেয়া হয়। ও বিএমএসএস শীতকালীন পিকনিক এর বিষয় নিয়ে আলোচনা করেন।