বিএসটিআই ও বিপিসি’র কর্মকর্তারা যৌথভাবে পেট্রোল পাম্পে সার্ভিল্যান্স অভিযান পরিচালনার কিছু দৃশ্য।
নিজস্ব প্রতিনিধি : জ্বালানি তেলের ওজন ও পরিমাপ যাচাই সংক্রান্ত বিষয়ে বিএসটিআই এর বরিশাল বিভাগীয় অফিসের কর্মকর্তা ও বিপিসি’র কর্মকর্তারা আজ ২৫ নভেম্বর, বরিশাল মহানগরীর বিভিন্ন এলাকার ৬ টি ফিলিং স্টেশন এর ২৪ টি ডিসপেন্সিং ইউনিট যাচাই করে এর মধ্যে ২২টি ডিসপেন্সিং ইউনিটে যাচাইতে পরিমাপ সঠিক পাওয়া যায় এবং ২টি ডিসপেন্সিং ইউনিট এর পরিমাপে ত্রুটি পাওয়া যাওয়ায় বিএসটিআই হতে পরিমাপ যাচাই করে সঠিক করে ভেরিফিকেশন সনদ গ্রহন না করা পর্যন্ত তেল সরবরাহ বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয় ।
পরিদর্শনকৃত তেলের পাম্পগুলো যথাক্রমে, সারা ফিলিং স্টেশন, কাশিপুর, বরিশাল। রাব্বি ফিলিং স্টেশন, কাশিপুর, বরিশাল। ইছাকাঠি ফিলিং স্টেশন, কাশিপুর, বরিশাল। সুরভি ফিলিং স্টেশন, কাশিপুর, বরিশাল। কলেজ রোড ফিলিং স্টেশন, নতুনবাজার, বরিশাল। বরিশাল অটো ফিলিং স্টেশন, নথুল্লাবাদ , বরিশাল।
উক্ত সার্ভিলেন্স অভিযানে বিপিসি কর্তৃক গঠিত কমিটি-৩ এর কর্মকর্তাবৃন্দ ও বিএসটিআই এর বরিশাল বিভাগীয় অফিসের কর্মকর্তা মোঃ মহসীন রব্বানী, পরিদর্শক (মেট্রোলজী), উপস্থিত ছিলেন।