নির্বাচনে পর্যবেক্ষণ জাতীয় কমিটির সদস্য মনোনীত হলেন স্কোয়াড্রন লীডার (অব.) সাদরুল আহমেদ খান

Uncategorized বিশেষ প্রতিবেদন রাজনীতি সারাদেশ সিলেট

বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য, সাবেক ডেপুটি সার্জেন্ট-অ্যাট আর্মস ও স্কোয়াড্রন লীডার (অব.) সাদরুল আহমেদ খান।


বিজ্ঞাপন

 

নিজস্ব প্রতিবেদক :  নির্বাচনে পর্যবেক্ষণ জাতীয় কমিটির সদস্য মনোনীত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য, সাবেক ডেপুটি সার্জেন্ট-অ্যাট আর্মস ও স্কোয়াড্রন লীডার (অব.) সাদরুল আহমেদ খান।অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ জিয়া উদ্দিনের নেতৃত্বে গঠিত এই কমিটির সদস্য সংখ্যা ৪৬ জন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ আসা পর্যবেক্ষক ও দেশীয় পর্যবেক্ষক সংস্থাকে সমন্বয় করার জন্য এ কমিটি কাজ করবে।এ কমিটির কার্যপরিধি ও কর্মকৌশল নিয়ে সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাদরুল জানান, তিনি ২০১৭ সালে বাংলাদেশে অনুষ্ঠিত আইপিইউ এবং সিপিএ শীর্ষ সম্মেলনের চিফ লিয়াজো অফিসার ছিলেন। সেই অভিজ্ঞতা বিবেচনায় তাকে এই কমিটিতে স্থান দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এখন পর্যন্ত আগামী ৭ জানুয়ারির নির্বাচন পর্যবেক্ষণ করতে ১১টি দেশের ৪০ জন ব্যক্তি নির্বাচন কমিশনে রেজিস্ট্রেশন করেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *