নড়াইলে কবিরুল হক মুক্তি ও মাশরাফী বিন মোর্ত্তজাসহ ১৬ প্রার্থী’র মনোনয়নপত্র জমা

Uncategorized খুলনা জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সারাদেশ

 

 

মো:রফিকুল ইসলাম,(নড়াইল) :  আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলের দু’টি সংসদীয় আসনে ১৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এর মধ্যে নড়াইল-২ আসনে বর্তমান সংসদ সদস্য সাবেক সফল ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজাসহ ৯ জন এবং নড়াইল-১ আসনে বতর্মান সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তিসহ ৭জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকাল ৪টা পর্যন্ত জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এবং সহকারী রিটার্নিং অফিসারের দপ্তরে প্রার্থী’রা মনোনয়নপত্র জমা দেন।


বিজ্ঞাপন

নড়াইল-২ আসনে আওয়ামী-লীগ মনোনীত প্রার্থী সাবেক সফল ক্রিকেট তারকা মাশরাফী বিন মোর্ত্তজা, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সমর্থিত সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান,জাতীয় পার্টি (এরশাদ) সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট খন্দকার ফায়েকুজ্জামান ফিরেজ, এনপিপি’র মোঃ মনিরুল ইসলাম,গণফ্রন্টের মোঃ লতিফুর রহমান,জাকের পার্টির মোঃ মিজানুর রহমান মিজান,ইসলামী ঐক্যজোটের মোঃ মাহবুবুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী লোহাগড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির ও লায়ন মোঃ নূর ইসলাম,মনোনয়ন পত্র জমা দেন। এছাড়া নড়াইল-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী-লীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তি,জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী মিল্টন মোল্লা, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির এ্যাডভোকেট কমরেড নজরুল ইসলাম,তৃণমূল বিএনপি’র শ্যামল চৌধুরী,জাতীয় পার্টি-জেপি’র শামিম আরা পারভীন (ইয়াসমীন) এবং স্বতন্ত্র প্রার্থী চন্দনা হক ও সিকদার মোঃ শাহাদাত হোসেন,জমে দেন।


বিজ্ঞাপন

দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর নিটক নড়াইল-২ আসনে আওয়ামী-লীগ মনোনীত এমপি প্রার্থী মাশরাফি বিন মোর্ত্তজার পক্ষে মনোনয়নপত্র জমা দেন জেলা আওয়ামী-লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস,জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস,মাশরাফির পিতা গোলাম মোর্তজা স্বপন,সদর উপজেলা আওয়ামী- লীগের সভাপতি অ্যাভোকেট অচীন কুমার চক্রবর্ত্তী,জেলা মহিলা আওয়ামী-লীগের সভাপতি রাবেয়া ইউসুফসহ অনেকে।

এছাড়া জাতীয় পার্টি (এরশাদ) প্রার্থী অ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজের মনোনয়নপত্র জমাদানকালে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবন্দ উপস্থিত ছিলেন। এছাড়া কালিয়ায় সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নড়াইল-১ আসনের প্রার্থী বিএম কবিরুল হক মুক্তির মনোনয়নপত্র জমাদানকালে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা নির্বাচন অফিসার মোঃ জসিম উদ্দিন জানান, মনোনয়নপত্র দাখিলের শেষদিন ৩০ নভেম্বর অফিস চলাকালীণ সময় পর্যন্ত সংসদীয় আসন ৯৩ নড়াইল-১ আসনে ৭ জন ও নড়াইল-২ আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *