নড়াইল মডেল প্রেসক্লাবে’র সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় : সম্মাননা স্বারকসহ ফুলেল শুভেচ্ছা জ্ঞ্যাপন

Uncategorized খুলনা জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

 

মো:রফিকুল ইসলাম,(নড়াইল) :  নড়াইল মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে নড়াইল জেলা’র নবাগত পুলিশ সুপার মোহা: মেহেদী হাসানের মতবিনিময় সভা। এসময় নড়াইল মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে নড়াইল মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দ’রা নবাগত পুলিশ সুপার মোহা: মেহেদী হাসানকে,ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন।


বিজ্ঞাপন

এসময় পুলিশ সুপার নড়াইল মডেল প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দদের কাছে আহব্বান জানান,সকল অনিয়ম, দূর্নিতী, মাদক, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, কিশোরগ্যাংসহ মাদক বিরোধী অপরাধ থেকে নড়াইলকে মুক্ত করতে নড়াইল মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দ,অগ্রগতি ভূমিকা রাখবেন,বলে বিশ্বাস করি।

তারই ধারাবাহিকতায় নড়াইল পুলিশ সুপার,নড়াইল মডেল প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দদের প্রতি আহব্বান জানান, সকল অপরাধ, অনিয়মের বিয়য়ে নড়াইল জেলা পুলিশকে আপনারা সহযোগিতা করবেন।

আজ সোমবার  ৪ ডিসেম্বর, দুপুরে নড়াইল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে,পুলিশ সুপার নড়াইল মডেল প্রেসক্লাবসহ সকল সাংবাদিকদের আহব্বান জানান।

পরে নড়াইল মডেল প্রেসক্লাবের সাফল্য কামনা করে উপস্থিত নড়াইল মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দদের মিষ্টিমুখ করান,পুলিশ সুপার মোহা: মেহেদী হাসান। মতবিনিময় কালে নড়াইল পুলিশ সুপার মোহা: মেহেদী হাসান বলেন,ভেদাভেদ ভুলে সকল প্রেসক্লাবের সাংবাদিক’রা, আমার আপনজন। সাংবাদিক’রা সমাজের অনিয়ম, দুর্নিতীসহ সকল বিষয় তুলে ধরে নড়াইল জেলা পুলিশকে সহযোগিতা করবেন,বলে বিশ্বাস করি।

নড়াইল মডেল প্রেসক্লাবকে সাধ্য অনুযায়ী সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়ে পুলিশ সুপার বলেন, নড়াইল জেলায় সন্ত্রাসী,অস্ত্রধারী,অপরাধী ও মাদকের বিরুদ্ধে আমার জিরো টলারেন্স থাকবে। আপনা’রা সাংবাদিক’রা সকল অপরাধ এবং অপরাধীদের তথ্য আমাদের দেয়াসহ আপনাদের পত্রিকায় সংবাদ তুলে ধরে সন্ত্রাস,অপরাধী নির্মূল এবং মাদকমুক্ত নড়াইল গড়তে আমাদের সহযোগিতা করবেন।এছাড়া অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন নড়াইল মডেল প্রেসক্লাবের সভাপতি খন্দকার আছিফুর রহমানের সুস্থতা কামনা করেন তিনি।

ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় কালে নড়াইল মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন,সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক অশোক কুন্ডু, সিনিয়র সহ-সভাপতি মোঃ গোলাম কিবরিয়া, সহ-সভাপতি মোঃ আবুল কাশেম,সহ-সভাপতি,মো: পিকুল আলম,সহ-সভাপতি, কনক মাহবুব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ মাহিদুল ইসলাম রানা,সাংগঠনিক সম্পাদক মিল্টন শেখ,সহ-সাংগঠনিক  সম্পাদক মাসুদ পারভেজ, দপ্তর-সম্পাদক মোঃ রাসেল হুসাইন, অর্থ-সম্পাদক খন্দকার আনিসুর রহমান,উপ-অর্থ সম্পাদক মোঃ ইমন খান, প্রচার সম্পাদক সাব্বির জমাদ্দার,উপ-প্রচার সম্পাদক সৈয়দ রমজান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, তথ্য ও প্রকাশনা সম্পাদক আব্দুল হামিদ শেখ,মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা খানম মৌসুমি,নির্বাহী সদস্য মিনারুজ্জামান মিরন সহ অন্যান্য সাংবাদিকরা।

উল্লেখ,গত (২৪ নভেম্বর) এক ঝাঁক প্রবীণ-নবীন সাংবাদিকদের নিয়ে নড়াইল মডেল প্রেসক্লাবের আত্মপ্রকাশ হয়। ভেদাভেদ-নেতৃত্ব-স্বার্থ বা অর্থ নয়, তৃণমূল পেশাদার সাংবাদিকদের বিপদের মুহূর্তে ঐক্যবদ্ধ ভাবে পাশে থাকা-ই নড়াইল মডেল প্রেসক্লাবের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *