মো:রফিকুল ইসলাম,(নড়াইল) : চলো পাল্টাই বাংলাদেশ নড়াইল জেলা শাখা’র আয়োজনে লোহাগড়া উপজেলার সালনগর ইউনিয়নে’র শেখপাড়া গ্রামে অসহায় দরিদ্র সীতার্থদের মাঝে শীবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। (৮ ডিসেম্বর) শুক্রবার সকালে চলো পাল্টাই বাংলাদেশ নড়াইল জেলা শাখা’র আয়োজনে নড়াইল শহর থেকে বাসযোগে এক ঝাঁক সামাজিক সংগঠনের শিক্ষার্থী’রা সালনগর ইউনিয়নের ১৪৯ নং শেখপাড়া বাতাসি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সামনে,অসহায় দরিদ্র সীতার্থদের সন্মান জানিয়ে সন্মানের সাথে সকলকে চেয়ারে বসিয়ে এ কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন,১৪৯ নং শেখপাড়া বাতাসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ আজগর আলী,শিক্ষিকা সৈয়দা সামাউন নাহার বৃষ্টি,শহিদ খান,চলো পাল্টাই বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি জাকারিয়া খান,সাধারণ সম্পাদক রাফিউল হাসান রিজভী,সাংগঠনিক সম্পাদক মোঃ সামিউল মৃধাসহ সংগঠনের আরো অনেকে। চলো পাল্টাই বাংলাদেশ এর সভাপতি জাকারিয়া খান বলেন,চলো পাল্টাই বাংলাদেশ,দেশের দশটি জেলায় পাঁচ বছর ধরে সেবামূলক কাজ করে আসছে।
এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার ৮ ডিসেম্বর, লোহাগড়ার সালনগর ইউনিয়নের প্রতিবন্ধি ও অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ২০০ শত পিচ কম্বল শীতের প্রথমেই বিতরণের মাধ্যমে সামাজিক সংগঠন চলো পাল্টাই বাংলাদেশ এর সেবামূলক কাজ শুরু হয়েছে। আমাদের সেবামূলক কাজ গুলা সব সময় অব্যাহত থাকে এবং থাকবে।
জাকারিয়া খান সকলের উর্দেশে আরো বলেন,আপনাদের এলাকায় আমাদের প্রতিনিধি আছে আপনাদের আপদে-বিপদে যদি কোন সহযোগিতা লাগে তাহলে আমাদের প্রতিনিধিকে জানাবেন,আমরা আমাদের সাদ্ধমত আপনাদের পাশে থেকে সহযোগিতা করার চেষ্টা করবো বলেও জানান।
কম্বল নিতে আসা অসহয় ব্যক্তি’রা কান্নাজনিত কন্ঠে বলেন,আমাদের ছেলে সন্তান নেই,কম্বল কিনার মত সামর্থ্য নেই,চলো পাল্টাই বাংলাদেশের পক্ষ থেকে ছেলেপেলে’রা আমাদের কম্বল দিয়ে সহযোগিতা করেছে,তাদের জন্য আমরা সারা জীবন দোয়া করব।