পুরান ঢাকার নব্য ডন এতিম মনির ওরফে কাইল্ল্যা মনির ধরা ছোয়ার বাইরে

Uncategorized অপরাধ আইন ও আদালত ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী

পুরান ঢাকার নব্য ডন এতিম মনির ওরফে কাইল্ল্যা মনির।


বিজ্ঞাপন

 

নিজস্ব প্রতিবেদক :  অবৈধ  অস্ত্রধারী ,খুনী চাদাবাজ ,বাড়ী দখল, মাদক ব্যাবসাসহ  হেন অপরাধ নেই যা সে করে না, সে আর কেউ নয় পুরান ঢাকার নব্য ডন এতিম মনির ওরফে কাইল্ল্যা মনির। ।সরেজমিনে তথ্যানুসন্ধান  কালে এমনই চানঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে পুরান ঢাকার নব্য ডন এতিম মনির ওরফে কাইল্ল্যা মনিরের বিরুদ্ধে । জানা গেছে, লালবাগ থানায় ৱ্যাবসহ পুলিশ বাদী হয়ে অস্ত্র মামলা চাদাবাজী সহ বেশী কয়েকটি মামলায় জেল খাটে।

জেল বেড়িয়ে স্থান পরিবর্তন করে চলে আসে মুগদা থানা এলাকায় শুরু করে নতুন করে অস্ত্র আর মাদক ব্যাবসা মুগদা থানা এলাকার এতিম মনির ওরফে কাইল্লা মনির ওরফে ইয়াবা মনির এখন মুগদা বসেই নিয়ন্ত্রন করেছে পুরান ঢাকার থানা গুলো। মুগদা এসেই নিজের মৃত ভাইর বাড়ী ৮২/১,গার্মেন্টস গলির বাড়ীটি দখল করে নেয়, গড়ে তোলে নতুন সাম্রাজ্য। থানা পুলিশ কে মাসোহারা দিয়ে বহাল তবিয়তে এই এতিম মনির ওরফে কাইল্লা মনির৷

তার বিরুদ্ধে লালবাগ থানায়ই রয়েছে হাফ ডজন মামলা, এ ছাড়া রাজধানীর বিভীন্ন থানায় তার বিরুদ্ধে রয়েছে একাধীক মামলা এর অস্ত্র মামলা যার নাম্বার ৬(১)২০০৬, ৫(৬)২০০৪,মামলা নং ৩২(৯)২০০৫,১৫(৯)২০০৪,পিটিশন মামলা নং ১৫ তারিখ ১৮/১২০২১ইং সালে বেশ কয়েকটি মামলা হলেও অস্ত্র মামলা ছাড়া কোন মামলাই তাকে জেল জরিমানা গুনতে হয়নি।

জানা যায়, ৱ্যাবের ক্রসফায়ার হওয়া ডাকাইত শহীদের ক্যাশিয়ার ছিল এই এতিম মনির। ডাকাইত শহীদ ক্রস ফায়ারের সময় সে গা ডাকা দেয়। এর পর তার কিছুদিন খোজ খবর ছিলনা। ২০২১ সালে তার বড় ভাই আনোয়ার মারা গেলে সে মুগদার ৮২/১, বাড়ীটি দখল করে নেয়। আর এখানেই গড়ে তোলে তার মাদক সাম্রাজ্য৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *