মো : রফিকুল ইসলাম (নড়াইল) : রবিবার ১০ ডিসেম্বর, সকালে এনআই এ্যাক্টের মামলায় ৮ (আট) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৬,০০,০০০ (ছয় লাখ) টাকা জরিমানাপ্রাপ্ত আসামি মোঃ রিশাদ মোল্লা এবং এনআই এ্যাক্টের অপর এক মামলায় ২(দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২,০০,০০০ (দুই লাখ) টাকা জরিমানাপ্রাপ্ত আসামি মোছাঃ রাজিয়া বেগমকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ।
আসামি মোঃ রিশাদ মোল্লা নড়াইল জেলার লোহাগড়া থানার শালনগর ইউনিয়নের শেখপাড়া বাতাসী গ্রামের মোঃ শুকুর মোল্লার ছেলে। গ্রেফতারকৃত অপর আসামি মোছাঃ রাজিয়া বেগম লোহাগড়া থানার শালনগর ইউনিয়নের পারশালনগর গ্রামের আইয়ুব মোল্লার স্ত্রী।
গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) রবিউল ইসলাম, এএসআই সাকের আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সকালে তাদের নিজ নিজ বাড়ী থেকে গ্রেফতার করে। আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান এর নির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।