নিজস্ব প্রতিনিধি : পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ওজন ও পরিমাপ যাচাই সংক্রান্ত বিষয়ে আজ সোমবার ১১ ডিসেম্বর, বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর বরিশাল অফিসের কর্মকর্তারা বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করেন ।
উক্ত সার্ভিল্যান্স অভিযান পরিচালনা কালে, নিম্নলিখিত প্রতিষ্ঠানের সিএম সনদের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় দ্রুত সিএম সনদ নবায়নের পরামর্শ প্রদান করা হয়। প্রতিষ্ঠান গুলো যথাক্রমে, মেসার্স রাজা ব্রিকস, দিয়াতলী, কলসকাঠি, বাকেরগঞ্জ, বরিশাল । মেসার্স রাজা-০১ ব্রিকস, দিয়াতলী, কলসকাঠি, বাকেরগঞ্জ, বরিশাল ।মেসার্স গঙ্গা ব্রিকস, দিয়াতলী, কলসকাঠি, বাকেরগঞ্জ, বরিশাল । মেসার্স স্টার ব্রিকস, মুদিঘাট, কলসকাঠি, বাকেরগঞ্জ, বরিশাল । মেসার্স বাবা ব্রিকস, মুদিঘাট, কলসকাঠি, বাকেরগঞ্জ, বরিশাল। মেসার্স বলাকা ব্রিকস, মুদিঘাট, কলসকাঠি, বাকেরগঞ্জ, বরিশাল। মেসার্স রুপা ব্রিকস, দিয়াতলী, কলসকাঠি, বাকেরগঞ্জ, বরিশাল।
নিম্নলিখিত প্রতিষ্ঠানের সিএম সনদ না থাকায় দ্রুত সিএম সনদ গ্রহনের পরামর্শ প্রদান করা হয়। মেসার্স নিউ রাজা ব্রিকস, দিয়াতলী, কলসকাঠি, বাকেরগঞ্জ, বরিশাল। মেসার্স সুরমা ব্রিকস, ভান্ডারকাঠি, গারুড়িয়া, বাকেরগঞ্জ, বরিশাল। মেসার্স গাজী ব্রিকস, দিয়াতলী, কলসকাঠি, বাকেরগঞ্জ, বরিশাল। এছাড়াও মেসার্স নুরজাহান এন্টারপ্রাইজ, গারুড়িয়া, বাকেরগঞ্জ, বরিশাল প্রতিষ্ঠানের ওজনযন্ত্র ভেরিফিকেশন সনদ গ্রহনের পরামর্শ প্রদান করা হয়। মেসার্স ফয়সাল ব্রিকস, কলসকাঠি, বাকেরগঞ্জ, বরিশাল প্রতিষ্ঠানের সিএম সনদ হালনাগাদ পাওয়ায় ধন্যবাদ দেওয়া হয়।
উক্ত অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর বরিশালের উপপরিচালক ও অফিস প্রধান মোঃ জাকির হোসেন মিয়া, জিয়াউল হক, সহকারী পরিচালক (সিএম), জয়দেব রাজবংশী, ঊর্ধ্বতন পরীক্ষক (মেট্রোলজি), মোঃ আক্তারুজ্জামান জনি এবং ফিল্ড অফিসার ( সিএম) দায়িত্ব পালন করেন।