বাংলালিংক ও জেনেক্স ইনফোসিস লিমিটেড-এর বিশেষ চুক্তি

Uncategorized জাতীয় ঢাকা বিজ্ঞান ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক  :  দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক আইটি ম্যানেজমেন্ট কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেড-এর সাথে একটি চুক্তি করেছে। এই চুক্তির আওতায় বাংলালিংক-এর কর্পোরেট গ্রাহকরা ফোরজি স্মার্টফোন কেনার ক্ষেত্রে ফ্লেক্সিবেল পেমেন্ট প্ল্যান, মূল্যছাড় ও ইএমআই-সহ বিভিন্ন সুবিধা পাবেন। স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে জেনেক্স ইনফোসিস লিমিটেড বাংলালিংক-কে সহযোগিতা করবে। এর ফলে বাংলালিংক-এর কর্পোরেট গ্রাহকরা আরও সহজে স্মার্টফোন কিনে এর দ্রুততম ফোরজি ও বিভিন্ন ডিজিটাল সেবা উপভোগ করতে পারবেন। বাংলালিংক-এর মার্কেটিং অপারেশনস্‌ ডিরেক্টর মেহেদী আল আমীন বলেন, “বাংলালিংক এখন দেশের সবচেয়ে দ্রুত গতির ফোরজি সেবা প্রদান করছে। আমাদের লক্ষ্য হল ফোরজি-এর মাধ্যমে নিরবচ্ছিন্নভাবে গ্রাহকদেরকে ‍ডিজিটাল অভিজ্ঞতা দিয়ে যাওয়া। আমাদের সম্মানিত বিটুবি এন্টারপ্রাইজ গ্রাহকদের স্মার্টফোনের চাহিদা পূরণের লক্ষ্যে জেনেক্স-এর সাথে এই চুক্তি করতে পেরে আমরা আনন্দিত। এর ফলে আমরা তাদেরকে উন্নত মানের ফোরজি হ্যান্ডসেট দিয়ে বিভিন্ন ডিজিটাল সল্যুশন ব্যবহারের সুযোগ করে দিতে পারব।”জেনেক্স ইনফোসিস লিমিটেড-এর হেড অফ কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন সালাহউদ্দিন নাসির বলেন, “এই চুক্তির মাধ্যমে বাংলালিংক-এর সহযোগী হতে পেরে আমরা আনন্দিত। দ্রুততম ফোরজি নেটওয়ার্ক এবং বিভিন্ন ডিজিটাল সেবা নিয়ে বাংলালিংক দেশের ৪ কোটিরও বেশি গ্রাহকের পছন্দের ডিজিটাল অপারেটরে পরিণত হয়েছে। আমাদের এই চুক্তির ফলে বাংলালিংক-এর কর্পোরেট গ্রাহকরা তাদের সুবিধা অনুযায়ী পেমেন্ট মডালিটি বেছে নিয়ে স্মার্টফোন কিনতে পারবেন।” বাংলালিংক-এর কর্পোরেট অফিস টাইগার্স ডেনে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলালিংক-এর মার্কেটিং অপারেশনস ডিরেক্টর মেহেদী আল আমীন এবং জেনেক্স ইনফোসিস লিমিটেড-এর হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন সালাহউদ্দিন নাসির আনুষ্ঠানিকভাবে চুক্তিটিতে স্বাক্ষর করেন। এই অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বাংলালিংক-এর এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত এ. তানজিন, জেনেক্স ইনফোসিস লিমিটেড-এর বিজনেস ডেভেলপমেন্ট জেনারেল ম্যানেজার মো. রেজওয়ানুল হক এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।


বিজ্ঞাপন

Banglalink and Genex Infosys Ltd. Forge Exclusive Partnership


বিজ্ঞাপন

Staff Reporter :  Banglalink, a leading digital communications service provider in Bangladesh, has partnered with Genex Infosys Ltd., an IT service management company to offer enhanced 4G smartphone purchasing options, featuring flexible payment plans, discounted prices, EMI facilities, and a range of digital offerings tailored for Banglalink’s enterprise clients. Genex Infosys Ltd. will be supporting Banglalink as a strategic partner in expanding its 4G smartphone offerings to corporate clients. This collaboration streamlines the smartphone acquisition process, allowing enterprises to benefit from simplified purchasing while enjoying Banglalink’s fastest 4G connectivity and a diverse range of digital services. Mehedi Al Amin, Marketing Operations Director at Banglalink, said, “As Bangladesh’s fastest 4G service provider, our primary goal is to deliver seamless digital experiences to our valued customers. We are thrilled to partner with Genex to address the smartphone needs of our esteemed B2B enterprise partners. Through this strategic collaboration, our aim is to consistently provide a comprehensive 360-degree digital solutions ecosystem, complemented by cutting-edge 4G handsets.” Salahuddin Nasir, Head of Corporate Affairs & Administration at Genex Infosys Ltd., said, “It is our pleasure to join forces with Banglalink through this agreement. With their fastest 4G network and an extensive digital service portfolio, Banglalink has emerged as the preferred digital operator for over 4 crore customers in the country. This collaboration allows us to make 4G smartphone ownership more convenient for Banglalink’s corporate clients, offering flexible payment modalities.” The formal agreement was signed by Mehedi Al Amin, Marketing Operations Director at Banglalink, and Salahuddin Nasir, Head of Corporate Affairs & Administration at Genex Infosys Ltd., during a ceremony held at Banglalink’s corporate office, Tiger’s Den. Also present at the signing were key Rubaiyat A. Tanzeen, Enterprise Business Director at Banglalink, Md. Rezwanul Hoque, General Manager – Business Development at Genex Infosys Ltd., and other officials from both organizations.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *