সাংবাদিকদের সাথে বিএমপি’র  সদ্য যোগদানকৃত  কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Uncategorized জাতীয় বরিশাল বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি ঃ   শুক্রবার  ১৫ ডিসেম্বর,  বেলা ৪  টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ  বিএমপি’র সদরদপ্তর সম্মেলন কক্ষে সদ্য যোগদানকৃত বিএমপি কমিশনার জনাব জিহাদুল কবির, বিপিএম-সেবা, পিপিএম এর সাথে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

সভার শুরুতেই  পুলিশ কমিশনার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সকল বীর শহীদদেরকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, পুলিশি সেবাকে সহজতর উপায়ে জনগণের দোরগোঁড়ায় পৌঁছে দেওয়ার মাধ্যমে
আমরা গণমুখী পুলিশিং বাস্তবায়নে বদ্ধপরিকর। শিশু ও নারীবান্ধব পুলিশিং এর ক্ষেত্রে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। বরিশালকে একটি নিরাপদ নগর হিসেবে গড়ে তুলতে আপনাদের সকলের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। সেবা প্রাপ্তির ক্ষেত্রে থানা হবে জনগণের নির্ভরতার ও আস্থার জায়গা। পুলিশ হবে নগরবাসীর বিশ্বস্ত সহযোগী।

এছাড়াও তিনি সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সংশ্লিষ্ট সকল বিষয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করে বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য মাননীয় নির্বাচন কমিশনারের অধীনে আমরা আমাদের উপর অর্পিত দায়িত্ব পালনের ক্ষেত্রে কঠোর অবস্থানে রয়েছি।

আমরা সবাইকে সাথে নিয়ে, সবার সহযোগিতা নিয়ে বরিশালকে একটি নিরাপদ ও শান্তির নগরীতে পরিণত করতে চাই।এ সময় গণমাধ্যমকর্মীরা আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে পুলিশ কমিশনার এর সাথে  তাদের মতামত তুলে ধরেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স)  হাসান মোঃ শওকত আলী, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ ও সাপ্লাই এন্ড লজিস্টিকস) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশনস এন্ড প্রসিকিউশন) খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার (উত্তর) বি এম আশরাফ উল্যাহ তাহের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এসপি (পদোন্নতি প্রাপ্ত)  রুনা লায়লা সহ বিএমপি’র অন্যান্য কর্মকর্তা বৃন্দ

এছাড়াও উপস্থিত ছিলেন বরিশালের সকল সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *