নিজস্ব প্রতিনিধি : আজ সোমবার ১৮ ডিসেম্বর, রংপুর জেলা প্রশাসন এর আয়োজনে, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, রংপুর এবং রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বাস্তবায়নে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৩ পালিত হয়। এ দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১০ টার সময় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে এসে শেষ হয়। পরে সেখানে “প্রবাসী কর্মীরা উন্নয়নের অংশীদার সমুন্নত রাখবো তাদের অধিকার।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মোঃ মোবাশ্বের হাসান, জেলা প্রশাসক, রংপুর এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফেরদৌস আলী চৌধুরী, পুলিশ সুপার, রংপুর (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছা: জিলুফা সুলতানা, উপ-পরিচালক(স্থানীয় সরকার) রংপুর, এ.ডব্লিউ.এম. রায়হান শাহ্ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), রংপুরসহ প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।