নিজস্ব প্রতিনিধি : রংপুর জেলা পুলিশের আয়োজনে আগামী ২৫ ডিসেম্বর শুভ বড়দিন উদযাপন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভ অনুষ্ঠিত হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, সোমবার ১৮ ডিসেম্বর,.বিকেল ৩ টার সময় রংপুর পুলিশ সুপারের কনফারেন্স রুমে মোঃ ফেরদৌস আলী চৌধুরী, পুলিশ সুপার, রংপুর (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) এর সভাপতিত্বে আগামী ২৫ ডিসেম্বর বড়দিন উদযাপন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়।
আগামী ২৫ ডিসেম্বর ‘বড়দিন’ শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও স্বাভাবিক রাখতে আজকের এই সভা আয়োজন করা হয়।অনুষ্ঠানে পুলিশ সুপার খ্রিস্টান ধর্মাবলম্বী প্রতিনিধিগণের কাছ থেকে তাদের সুবিধা-অসুবিধাগুলো ও প্রস্তাবনাগুলো আহ্বান করেন।
এসময় উপস্থিত ছিলেন মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) রংপুর, মোছাঃ সুলতানা রাজিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), রংপুর, মো: ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), রংপুর, হোসাইন মোহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), রংপুর, মোঃ আবু আশরাফ সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), রংপুর, মোঃ নজরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল), রংপুরসহ বিভিন্ন ইউনিটের অফিসার ইনচার্জ ও সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ এছারাও খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিগণ।