রাত ১২টার পর ফেসবুক বন্ধ রাখার দাবি রওশন এরশাদের

এইমাত্র জাতীয়

গতকাল ১১ মার্চ সোমবার সন্ধ্যায় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির (জাপা) সিনিয়র কো-চেয়ারম্যান সংসদ সদস্য (এমপি) রওশন এরশাদ, তরুণ ও যুব সমাজের অবক্ষয় ঠেকাতে রাত ১২টার পর ফেসবুক বন্ধ রাখার দাবি জানিয়েছেন।


বিজ্ঞাপন

এর আগে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে দিনের কার্যক্রম শুরু হয়। রওশন এরশাদ তার ভাষণে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবি প্রধানমন্ত্রী পূরণ করবেন—এমন প্রত্যাশা করে ময়মনসিংহ-৪ আসনের এই সংসদ সদস্য বলেন, ‘চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ান। আশা করছি প্রধানমন্ত্রী এটা করবেন। প্রধানমন্ত্রী মমতাময়ী মা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন মমতাময়ী মায়ের মন।’

এ সময় তিনি আরও বলেন, ‘তরুণ ও যুব সমাজের অবক্ষয় ঠেকাতে রাত ১২টার পর ফেসবুক বন্ধ রাখতে হবে।’ একই সঙ্গে চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা ৩০ শতাংশ পুনর্বহালের দাবিও জানান তিনি।

এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে জানিয়ে রওশন বলেন, ‘আশা করি অচিরেই তিনি সংসদে যোগ দিতে পারবেন। সবাই ওনার জন্য দোয়া করবেন।’

এদিকে দশম জাতীয় সংসদেও জাতীয় পার্টির বিরোধী দল থাকার কথা উল্লেখ করে দলটির সিনিয়র কো-চেয়ারম্যান বলেন, ‘গত দশম সংসদে যেভাবে আমরা ভূমিকা রেখেছি—আমি মনে করি স্বাধীনতার পরে এভাবে এত সুন্দরভাবে কোনো সংসদ চলেনি। আপনারা দেখেছেন, অতীতে যখনই কোনো সরকার উন্নয়ন পদক্ষেপ নিত বিরোধী দল বাধা দিত। দশম পার্লামেন্টে আমরা সরকারের প্রতিটি উন্নয়নকাজে সহযোগিতা করেছি।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *