নইন আবু নাঈম তালুকদার, (বাগেরহাট) : বাগেরহাটের শরণখোলা মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় রেলি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ১৯ ডিসেম্বর, বিকেলে ৫ রাস্তা চত্বর থেকে উপজেলা আওয়ামী লীগ ও সকল সহোযোগি সংগঠনের আয়োজনে একটি রেলি রায়েন্দা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে পথসভায় মিলিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আজমল হোসেন মুক্তার সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, বীর মুক্তিযোদ্ধা হেমায়েতউদ্দিন বাদশা, এম এ খালেক খান প্রমুখ।
মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধীচক্র যদি কোন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে তাহলে সুমন সমন্বিত প্রচেষ্টায় কঠোর হস্তে দমন করা হবে এই বাংলার মাটিতে তাদের ঠাঁই হবে না।