বাগেরহাটের শরণখোলায় স্বপ্নের ঠিকানা প্রকল্পের বার্ষিক সভা অনুষ্ঠিত

Uncategorized খুলনা বিশেষ প্রতিবেদন সারাদেশ

 

নইন আবু নাঈম তালুকদার,(বাগেরহাট) :বাগেরহাটের শরণখোলায় কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার(কোডেক) এর আয়োজনে স্বপ্নের ঠিকানা প্রকল্পের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ২০ ডিসেম্বর বিকেলে উপজেলা অফিসার্স ক্লাবে প্রকল্প ব্যবস্থাপক রাগিব আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম।


বিজ্ঞাপন

স্বপ্নের ঠিকানা প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর শুরেশ রায় এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন তাফালবাড়ী কলেজের অধ্যক্ষ মানিক চাঁদ রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম, সাউথখালী ইউপি চেয়ারম্যান ইমরান হোসেন রাজিব, তাফালবাড়ী কলেজের সিনিয়র প্রভাষক ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ মালেক রেজা, উপজেলা মাধ্যমিক সহকারি শিক্ষা কর্মকর্তা ধনাজ্ঞন মন্ডল, সাংবাদিক নজরুল ইসলাম, স্বপ্নের ঠিকানা প্রকল্পের ফাইন্যান্স এন্ড এডমিন অফিসার নুরুল আজম, ব্রিজ স্কুল সুপার ভাইজার নুরুজ্জামান বাচ্চু ও মনিটরিং অফিসার শাহে আলম, ফ্রেন্ডশিপের টেকনিক্যাল কো-অর্ডিনেটর মাহবুব আলম ও সোনাতলা ব্রিজ স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাবানা আক্তার।

এই প্রকল্পের আওতায় শরণখোলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা এলাকায় দুইটি ব্রিজ স্কুল পরিচালিত হচ্ছে। প্রকল্প কর্মকর্তারা তার বিভিন্ন দিক তুলে ধরেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *