আসন্ন শুভ বড়দিন উপলক্ষ্যে নড়াইলে গির্জার পালকবৃন্দের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত 

Uncategorized আইন ও আদালত খুলনা জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

মো: রফিকুল ইসলাম (নড়াইল) :  আগামী ২৫ ডিসেম্বর খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। এ উপলক্ষ্যে আজ বুধবার ২০ ডিসেম্বর নড়াইল জেলার খ্রিস্টান সম্প্রদায়ের সাথে নড়াইলের পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান মহোদয়ের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

এ সময় খ্রিস্টান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পুলিশ সুপার কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পুলিশ সুপার  তার বক্তব্যে বলেন, “কোন ধর্মেই সহিংসতার কথা বলা নেই।খারাপ কাজ থেকে বিরত থাকার কথা প্রত্যেক ধর্মেই বলা আছে। মানুষ মানুষের জন্য। যেকোন বিপদে আপদে একজন অন্যজনকে সহায়তা করবে এধরনের মানসিকতা থাকতে হবে।” পুলিশ সুপার আরো বলেন, ধর্ম যার যার, উৎসব সবার-এই চেতনা নিয়ে জাঁকজমকপূর্ণ ভাবে সব ধর্মের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে হবে। আসন্ন শুভ বড়দিন সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করার জন্য জেলা পুলিশ তাদের পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন । আগত খ্রিস্টান সম্প্রদায়ের মধ্য থেকে আইন-শৃঙ্খলা বিষয়ক সমস্যা শুনে পুলিশ সুপার মহোদয় তা সমাধানের প্রত্যয় ব্যক্ত করেন।

খ্রিস্টান সম্প্রদায়ের ক্যাথলিক চার্জের প্রধান ফাদার বাবলু বিশ্বাস, নড়াইল খ্রিস্টান এসোসিয়েশনের সভাপতি স্টিফেন পরিমল বিশ্বাস, নড়াইল খ্রিস্টান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিলন বিশ্বাসসহ খ্রিস্টান সম্প্রদায়ের আপামর জনসাধারণ এ মতবিনিময় সভায় যোগদান করেন।

এসময়  নড়াইল জেলা পুলিশের মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত, তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্),পুলিশ পরিদর্শক মীর শরিফুল হক, ডিআইও-০১, ডিএসবি, নড়াইল উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *