নিজস্ব প্রতিনিধি : পণ্যের গুণগত মান যাচাইয়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রাজশাহী বিভাগীয় অফিস আজ বুধবার ২০ ডিসেম্বর, নাটোর জেলার বিভিন্ন এলাকায় সার্ভিল্যান্স পরিচালনা করে।
উক্ত সার্ভিল্যান্স-এ নিম্নোক্ত প্রতিষ্ঠানের বকেয়া সিএম ফি আদায়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে: এসব প্রতিষ্ঠান যথাক্রমে, এমবিএ ব্রিকস, সদর, নাটোর। এসবিসি ব্রিকস, সদর, নাটোর। নাজমুল অয়েল মিল, সদর, নটোর। স্বর্ণা দধি ও মিষ্টান্ন ভাণ্ডার, নাজিরপুর, গুরুদাসপুর, নাটোর। অভি-আবির দধি ও মিষ্টান্ন ভাণ্ডার, নাজিরপুর, গুরুদাসপুর, নাটোর। নিউ কুমিল্লা বেকারি, বড়াইগ্রাম, নাটোর। ভাই ভাই বেকারি, বড়াইগ্রাম, নাটোর।
গুণগত মান পরিক্ষার জন্য নিম্নোক্ত প্রতিষ্ঠানের নমুনা সিল করা হয়েছে এর মধ্যে, সুনিতা মিষ্টান্ন ভাণ্ডার, সিংড়া, নাটোর- পণ্য: ফার্মেন্টেড মিল্ক। ইসলামিয়া দধি ও মিষ্টান্ন ভাণ্ডার, সিংড়া, নাটোর- পণ্য: ফার্মেন্টেড মিল্ক। সুলতানিয়া দাউদিয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট, সিংড়া, নাটোর- পণ্য: ফার্মেন্টেড মিল্ক। বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্ট, সিংড়া, নাটোর- পণ্য: ফার্মেন্টেড মিল্ক। জয় দধি ও মিষ্টান্ন ভাণ্ডার, সিংড়া, নাটোর- পণ্য: ফার্মেন্টেড মিল্ক। মুসলিম মিষ্টি ঘর,সিংড়া, নাটোর- পণ্য: ফার্মেন্টেড মিল্ক। লতা হোটেল এন্ড রেস্টুরেন্ট, সিংড়া, নাটোর- পণ্য: ফার্মেন্টেড মিল্ক। রাজ্জাক অয়েল মিল, নাজিরপুর, গুরুদাসপুর, নাটোর। পণ্য: সরিষার তেল।
উক্ত অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন ( বিএসটিআই) এর রাজশাহী বিভাগীয় অফিসের কর্মকর্তা মোঃ শরীফ হোসেন, সহকারী পরিচালক (সিএম) দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন ( বিএসটিআই) এর রাজশাহী বিভাগীয় অফিসের কর্মকর্তা মোঃ শরীফ হোসেন, সহকারী পরিচালক (সিএম) আজকের দেশ ডটকম কে জানান, জাতীয় ও জনস্বার্থে বিএসটিআই এর রাজশাহী বিভাগীয় অফিসের এরকম কার্যক্রম পরিচালনা অব্যাহত থাকবে।