মামুন মোল্লা (খুলনা) : আজ বৃহস্পতিবার ২১শে ডিসেম্বর আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাট জেলার রিটার্নিং অফিসার, সহকারি রিটার্নিং অফিসার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ঠ কর্মকর্তাগণের উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরণ-বিধি ও অন্যান্য বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অবঃ), নির্বাচন কমিশনার, বাংলাদেশ নির্বাচন কমিশন, ঢাকা। এছাড়াও আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম-সেবা, পুলিশ সুপার, খুলনা।