যশোর অভয়নগরের নৌকার মাঝি এনামুল হক বাবুলের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত 

Uncategorized খুলনা জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সারাদেশ

সুমন হোসেন (যশোর) : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৮/যশোর-৪ আসনের নৌকা মার্কার সংসদ পদপ্রার্থী এনামুল হক বাবুল ফারাজীর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর আওয়ামী লীগের আয়োজনে নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে ৭ জানুয়ারী নৌকা মার্কাকে বিজয়ী করার লক্ষে এই মতবিনিময় সভা হয়।


বিজ্ঞাপন

যশোর জেলা পরিষদের ১০নং ওয়ার্ড সদস্য আব্দুর রউফ মোল্যার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব। আগামী ৭ জানুয়ারী ২০২৪ সালের নির্বাচনে দোয়া ও ভোট চেয়ে নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করতে সকলের নিকট আহবান জানান ৮৮/যশোর-৪ এর সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব এনামুল হক বাবুল ফারাজী। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুষম উন্নয়ন অব্যহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে অনুরোধ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়ার সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর, সাধারন সম্পাদক সরদার অলিয়ার রহমান, যুগ্ম সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আসলাম হোসেন বিশ্বাস, সাধারন সম্পাদক মোঃ শফি কামাল, রাজঘাট-নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখা শ্রমিক লীগের সাধারন সম্পাদক ও নওয়াপাড়া মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক রবিন অধিকারী ব্যাচা, নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, নওয়াপাড়া পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি মেহেদী ইসলাম রাজন, সাধারন সম্পাদক খন্দকার আল ইমরান।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রেমবাগ ইউপি আওয়ামী লীগের সভাপতি বাবুল সরদার, চলিশিয়া ইউপি আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান, পায়রা ইউপি আওয়ামী লীগের সভাপতি বিষ্ণুপদ দত্ত, সুন্দলী ইউপি আওয়ামী লীগের সভাপতি অধীর কুমার পাড়ে, শ্রীধরপুর ইউনিয়নের চেয়ারম্যান এ্যাডভোকেট নাসির উদ্দীন, বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, শুভরাড়া ইউপি আওয়ামী লীগের সভাপতি মহির খাঁ, সিদ্দিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খান এ কামাল হাসান সহ প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *