মরহুম বিশিষ্ট শিল্পপতি সিটি গ্রুপের চেয়ারম্যান ও যমুনা ব্যাংকের পরিচালক ফজলুর রহমান।
নিজস্ব প্রতিবেদক : বিশিষ্ট শিল্পপতি সিটি গ্রুপের চেয়ারম্যান ও যমুনা ব্যাংকের পরিচালক ফজলুর রহমান আর নেই (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)।আজ সোমবার ২৫ ডিসেম্বর, ভোর ৪টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন।
ফজলুর রহমান বাংলাদেশের একজন স্বনামধন্য, বিখ্যাত, সুপরিচিত উদ্যোক্তা এবং বাণিজ্যিকভাবে সফল ব্যক্তি। রহমান দেশের নেতৃস্থানীয় “সিটি গ্রুপ”-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক, যেটি তিনি ১৯৭২সালে প্রতিষ্ঠা করেছিলেন।
সিটি গ্রুপের নেতৃত্বে জনাব রহমান ছিলেন পাঁচ দশকের বেশি সময়। রহমানের দৃঢ় ব্যবসায়িক বুদ্ধিমত্তা এবং পরিশ্রম দেশের সবচেয়ে বড় এফএমসিজি ব্র্যান্ড ‘তীর’ তৈরি করেছে, যা কেবল দেশীয় পুরস্কারই নয়, আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছে। তিনি দেশের সবচেয়ে আধুনিক হাসপাতাল – “আসগর আলী হাসপাতাল” প্রতিষ্ঠা করেছেন।