টিআইবির তথ্য অনুযায়ী দ্বাদশ নির্বাচনে অংশ নেওয়া শীর্ষ ১০ ঋণ ও দায় সম্পন্ন ব্যক্তি 

Uncategorized আইন ও আদালত জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী রাজনীতি সারাদেশ

ছবি: টিআইবির তথ্য থেকে নেওয়া।


বিজ্ঞাপন

 

নিজস্ব প্রতিবেদক  :  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শীর্ষ ১০ ঋণ ও দায় সম্পন্ন প্রার্থীর তালিকা তুলে ধরেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন টিআইবির সমন্বয়ক (আউট রিচ অ্যান্ড কমিউনিকেশন) মোহাম্মদ তাওহিদুল ইসলাম। নির্বাচন কমিশনে দেওয়া ২,০০০ এর বেশি হলফনামার তথ্য বিশ্লেষণ করে এ তথ্য তুলে ধরা হয়।


বিজ্ঞাপন

শীর্ষ ১০ ঋণ ও দায়সম্পন্ন ব্যক্তির তালিকায় যারা রয়েছেন তারা যথাক্রমে, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী- এস. এ. কে. একরামুজ্জামান (২৫৩৭.৮৫ কোটি টাকা)।চট্টগ্রাম-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী- মোহাম্মদ মনজুর আলম (২০০৬.৬ কোটি টাকা)। নারায়ণগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী- গোলাম দস্তগীর গাজী (১৯৫৮.১২ কোটি টাকা)। গাইবান্ধা-৫ আসনের আওয়ামী লীগের প্রার্থী- মাহমুদ হাসান (১২০৯.১৭ কোটি টাকা)। যশোর-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী- কাজী নাবিল আহমেদ (৯১৩.৮১ কোটি টাকা)। জয়পুরহাট-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী- আবু সাঈদ আল মাহমুদ স্বপন (৪১৯.৬০ কোটি টাকা)। নারায়ণগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী- গাজী গোলাম মূর্তজা (৫৯৫.৯২ কোটি টাকা)। ফেনী-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী- মো. আবুল বাশার (৫৬৭.৭৫ কোটি টাকা)। নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় পার্টির প্রার্থী- এ কে এম সেলিম ওসমান (১০৩ কোটি টাকা)।চুয়াডাঙ্গা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী- এম. এ. রাজ্জাক খান (৫০৬.৭১ কোটি টাকা)। নির্বাচন কমিশনে দেওয়া ২,০০০ এর বেশি হলফনামার তথ্য বিশ্লেষণ করে এ তথ্য তুলে ধরেছে সংস্থাটি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *