মানিকগঞ্জের সিঙ্গাইরে নৌকা প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন

Uncategorized অপরাধ আইন ও আদালত ঢাকা বিশেষ প্রতিবেদন রাজনীতি সারাদেশ

 

মানিকগঞ্জ প্রতিনিধি  :  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে নৌকা প্রতীকের অস্থায়ী প্রচারণা ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।আজ মঙ্গলবার ২৬ ডিসেম্বর, ভোরে উপজেলার সায়েস্তা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বৈরাগীরটেক এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, নৌকা প্রতীকের প্রচারণার জন্য ওই এলাকায় গ্রামীণ ব্যাংকের পূর্ব পাশে সোমবার ত্রিপল দিয়ে অস্থায়ী ক্যাম্প করেন নৌকার কর্মী-সমর্থকরা। সকালে স্থানীয়রা দেখে ক্যাম্পটি আগুনে পুড়ে গেছে।


বিজ্ঞাপন

সায়েস্তা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ আল মামুন টিপু অভিযোগ করে বলেন, ‘আমাদের প্রতিপক্ষরা শেষ রাতে এমন ঘটনা ঘটিয়েছে। খবর পেয়ে প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থলে এসেছিলেন।’

ঘটনাস্থল পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল কাইয়ুম খান বলেন, ‘আমি গিয়ে দেখি ক্যাম্পটি পুড়ে ছাই হয়ে গেছে। তবে কে বা কারা পুড়িয়েছে তা কেউ বলতে পারেনি।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা পলাশ কুমার বসু বলেন, ‘ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সিঙ্গাইর সার্কেলের এএসপি, থানার ওসি গিয়েছিলেন। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *