নড়াইল-২ আসনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমীর লিটু’র প্রার্থিতা বহাল,ট্রাক প্রতিকেই করবেন,ভোট যুদ্ধ

Uncategorized খুলনা জাতীয় রাজনীতি







মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
দীর্ঘ ২৪ দিন দৌড়ঝাঁপের পর হাইকোর্ট নড়াইল-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী-লীগ নেতা সৈয়দ ফয়জুল আমীর লিটু প্রার্থিতা ফেরত পেয়েছেন। বহস্পতিবার (২৮ ডিসেম্বর) মহামান্য হাইকোর্টের বিচারপতি মো.ইকবাল কবির এবং বিশ্বজিৎ দেবনাথের দ্বৈত বেঞ্চ আইনানুযায়ী সৈয়দ ফয়জুল আমীর লিটুকে মনোনয়ন গ্রহন এবং প্রতিক বরাদ্দের আদেশ দেন। নির্বাচনের বাকি মাত্র ১ সপ্তাহ। গত ৪ ডিসেম্বর নড়াইলের রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন যাচাই-বাছাইকালে এক শতাংশ ভোটারের স্বাক্ষরসহ কয়েকটি জটিলতায় লিটুর প্রার্থিতা বাতিল করেন। এর দু’দিন আগে ২৬ ডিসেম্বর অপর স্বতন্ত্র প্রার্থী মো.নূর ইসলাম প্রার্থীতা ফিরে পান। নড়াইল-০২ আসন থেকে মাত্র ৮জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হলেন। প্রার্থী’রা হলন,আওয়ামী-লীগ মনানীত প্রার্থী বর্তমান এমপি মাশরাফী বিন মোর্ত্তজা,ওয়ার্কার্স পার্টির অ্যাডঃ শেখ হাফিজুর রহমান,জাতীয় পার্টির অ্যাডঃ ফায়েকুজ্জামান ফিরোজ,ইসলামী ঐক্যজোটের মাহাবুবুর রহমান,এনপিপির মনিরুল ইসলাম, গণফ্রটের মো.লতিফুর রহমান,স্বতন্ত্র মো.নূর ইসলাম এবং সৈয়দ ফয়জুল আমীর লিটু। প্রসঙ্গত লাহাগড়া উপজলা আওয়ামী-লীগর সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুল আমীর লিটু ২০১৪ সাল লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ২০২২ সালের ১৭ অক্টাবর অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে প্রতিদ্বদ্বিতাপূর্ণ নির্বাচনে পরাজিত হন। আভাস পাওয়া যাচ্ছে নড়াইল-০২ আসনে নৌকা প্রার্থী মাশরাফির সাথে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমীর লিটুর প্রতিদ্বদ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয় ফয়জুল আমীর লিটু’র সাথে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী সৈয়দ ফয়জুল আমীর লিটু’র প্রার্থীতা ফিরে পাবার কথা স্বীকার করে বলেন,তাকে ট্রাক প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *