বাগেরহাটের  শরণখোলায় আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কিত এক সেমিনার অনুষ্ঠিত

Uncategorized খুলনা জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

নইন আবু নাঈম,  (বাগেরহাট)  : বাগেরহাটের শরণখোলায় ইউরোপিয় ইউনিয়নের অর্থায়নে ইউনাইটেড পারপাস এর সহযোগীতায় ও উন্নয়ন সংস্থা এসএমকেকে এ বাস্তবায়নে স্থানীয় পর্যায়ের স্টেক হোল্ডারদের সাথে আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কিত এক সেমিনার উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম শামিমের সভাপতিত্বে ও এসএমকেকেএর কমিউিনিটি মবিলাইজার নাজিয়া সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন শান্ত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রায়েন্দা ইউপি চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা, কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোসাহেব আহমদ নাইম, মেরিন ফিসারিজ অফিসার মোঃ রবিউল ইসলাম। অনুষ্ঠানে আবহাওয়ার পূর্বাভাস ও সাইক্লোন সম্পর্কিত বিভিন্ন তথ্য উপস্থাপন করেন আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান ও সহকারী আবহাওয়াবিদ সৈয়দা সাবরিনা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র প্রভাষক আঃ মালেক রেজা, ইউনাইটেড পারপাজের প্রজেক্ট ম্যানাজার মাহমুদ মিনার, এসএমকেকের কোঅর্ডিনেটর রফিকুল ইসলাম, ইউনাইটেড পারপোজের প্রজেক্ট সহকারি রুহুল আমিন, ইউপি সদস্য শাহজাহান বাদল। পরে অনুষ্ঠানে দূর্যোগের মহড়া অনুষ্ঠিত হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *